হার মানবে বি-টাউনের অভিনেত্রীদের সৌন্দর্যও! এশিয়া কাপে রূপের ছটায় ঝড় তুললেন কে এই রহস্যময়ী?

Last Updated:
ইন্টারনেটে ঝড় তুলেছেন এক নিখুঁত সুন্দরী, রহস্যময়ী কন্যে। যাঁর রূপের জাদুতে মজেছেন ক্রিকেটপ্রেমীরাও!
1/5
সম্প্রতিই শেষ হয়েছে এশিয়া কাপ। আর তাতে পাকিস্তানকে ধরাশায়ী করে একটা দারুন জয়ের স্বাদ পেয়েছে শ্রীলঙ্কা। তবে টুর্নামেন্ট শেষ হলেও তার রেশ রয়ে গিয়েছে নেটিজেনদের মনে। কারণ ইতিমধ্যেই ইন্টারনেটে ঝড় তুলেছেন এক নিখুঁত সুন্দরী, রহস্যময়ী কন্যে। যাঁর রূপের জাদুতে মজেছেন ক্রিকেটপ্রেমীরাও! Photo: Collected
সম্প্রতিই শেষ হয়েছে এশিয়া কাপ। আর তাতে পাকিস্তানকে ধরাশায়ী করে একটা দারুন জয়ের স্বাদ পেয়েছে শ্রীলঙ্কা। তবে টুর্নামেন্ট শেষ হলেও তার রেশ রয়ে গিয়েছে নেটিজেনদের মনে। কারণ ইতিমধ্যেই ইন্টারনেটে ঝড় তুলেছেন এক নিখুঁত সুন্দরী, রহস্যময়ী কন্যে। যাঁর রূপের জাদুতে মজেছেন ক্রিকেটপ্রেমীরাও! Photo: Collected
advertisement
2/5
কিন্তু কে এই সুন্দরী? কী-ই বা তাঁর পরিচয়? আর বহু নেটাগরিকই ইন্টারনেটে তাঁর পরিচয় জানার জন্য প্রচুর খোঁজাখুঁজি শুরু করেছেন। যার ফলে ট্রেন্ডে উঠে আসে ওই রহস্যময়ীর নাম। এমনকী ৭২ ঘণ্টায় তাঁর নামই সবথেকে বেশি বার সার্চ করা হয়েছে বলেও সূত্রের খবর!
কিন্তু কে এই সুন্দরী? কী-ই বা তাঁর পরিচয়? আর বহু নেটাগরিকই ইন্টারনেটে তাঁর পরিচয় জানার জন্য প্রচুর খোঁজাখুঁজি শুরু করেছেন। যার ফলে ট্রেন্ডে উঠে আসে ওই রহস্যময়ীর নাম। এমনকী ৭২ ঘণ্টায় তাঁর নামই সবথেকে বেশি বার সার্চ করা হয়েছে বলেও সূত্রের খবর!
advertisement
3/5
বিষয়টা ভেঙেই বলা যাক! দুবাইয়ে এশিয়া কাপ চলাকালীন স্টেডিয়ামে উপস্থিত এক তরুণীর ছবি ভাইরাল হয়। কাটা-কাটা চোখ-মুখ, কাঁধ-ছাপানো রেশমি কালো খোলা চুল, পরনে ম্যাজেন্টা-হলুদ ফ্লোরাল ম্যাক্সি ড্রেস এবং গলায় ভারী জাঙ্ক জুয়েলারি। হাতে তাঁর নিজের দেশ আফগানিস্তানের জাতীয় পতাকা এবং ঠোঁটে গর্বের এক চিলতে হাসি। এই ছবি ভাইরাল হতেই শুরু হয়ে যায় খোঁজ। অবশেষে জানা গিয়েছে সুন্দরী এই মহিলার পরিচয়। তাঁর নাম ওয়াজমা আয়ুবি (Wazhma Ayoubi)। বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের দিন নিজের দেশ আফগানিস্তানের হয়ে গলা ফাটাতেই মাঠে এসেছিলেন তিনি। আর সেখান থেকেই ফ্যান ফলোয়িং বেড়েছে তাঁর নিজেরও।
বিষয়টা ভেঙেই বলা যাক! দুবাইয়ে এশিয়া কাপ চলাকালীন স্টেডিয়ামে উপস্থিত এক তরুণীর ছবি ভাইরাল হয়। কাটা-কাটা চোখ-মুখ, কাঁধ-ছাপানো রেশমি কালো খোলা চুল, পরনে ম্যাজেন্টা-হলুদ ফ্লোরাল ম্যাক্সি ড্রেস এবং গলায় ভারী জাঙ্ক জুয়েলারি। হাতে তাঁর নিজের দেশ আফগানিস্তানের জাতীয় পতাকা এবং ঠোঁটে গর্বের এক চিলতে হাসি। এই ছবি ভাইরাল হতেই শুরু হয়ে যায় খোঁজ। অবশেষে জানা গিয়েছে সুন্দরী এই মহিলার পরিচয়। তাঁর নাম ওয়াজমা আয়ুবি (Wazhma Ayoubi)। বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের দিন নিজের দেশ আফগানিস্তানের হয়ে গলা ফাটাতেই মাঠে এসেছিলেন তিনি। আর সেখান থেকেই ফ্যান ফলোয়িং বেড়েছে তাঁর নিজেরও।
advertisement
4/5
শুধু এটাই নয়, আরও তথ্য জানা গিয়েছে  ওয়াজমার বিষয়ে। সেই সঙ্গে খেলা দেখতে মাঠে আসা ওয়াজমার আরও ছবি ভাইরাল হয়েছে। একটি ছবিতে কালো পোশাকে দেখা যাচ্ছে সুন্দরী আফগান কন্যেকে। সেই ছবি থেকেও যেন ঠিকরে পড়ছে তাঁর রূপের ছটা! কেউ কেউ আবার বলছেন, ওয়াজমার সৌন্দর্য্য হার মানাবে বি-টাউনের অভিনেত্রীদেরও। অবশ্য পরবর্তী কালে বলিউডি ছবিতে কাজ করার ইচ্ছেও প্রকাশ করেছেন ওয়াজমা। আসলে তিনি নিজেই বলিউডের হিন্দি ছবির বড় ভক্ত!
শুধু এটাই নয়, আরও তথ্য জানা গিয়েছে ওয়াজমার বিষয়ে। সেই সঙ্গে খেলা দেখতে মাঠে আসা ওয়াজমার আরও ছবি ভাইরাল হয়েছে। একটি ছবিতে কালো পোশাকে দেখা যাচ্ছে সুন্দরী আফগান কন্যেকে। সেই ছবি থেকেও যেন ঠিকরে পড়ছে তাঁর রূপের ছটা! কেউ কেউ আবার বলছেন, ওয়াজমার সৌন্দর্য্য হার মানাবে বি-টাউনের অভিনেত্রীদেরও। অবশ্য পরবর্তী কালে বলিউডি ছবিতে কাজ করার ইচ্ছেও প্রকাশ করেছেন ওয়াজমা। আসলে তিনি নিজেই বলিউডের হিন্দি ছবির বড় ভক্ত!
advertisement
5/5
ওয়াজমার সম্পর্কে পাওয়া তথ্য থেকে আরও জানা গিয়েছে যে, তিনি এক জন পড়ুয়া এবং অন্ত্রেপ্রেনরও বটে! মূলত কেরিয়ারের উপর জোর দিতেই দুবাই পাড়ি দিয়েছিলেন এই আফগান সুন্দরী। বর্তমানে ‘লামান ক্লোদিং’ নামে একটি ফ্যাশন ব্র্যান্ড চালাচ্ছেন তিনি।
ওয়াজমার সম্পর্কে পাওয়া তথ্য থেকে আরও জানা গিয়েছে যে, তিনি এক জন পড়ুয়া এবং অন্ত্রেপ্রেনরও বটে! মূলত কেরিয়ারের উপর জোর দিতেই দুবাই পাড়ি দিয়েছিলেন এই আফগান সুন্দরী। বর্তমানে ‘লামান ক্লোদিং’ নামে একটি ফ্যাশন ব্র্যান্ড চালাচ্ছেন তিনি।
advertisement
advertisement
advertisement