Virat Kohli Century: ভাঙলেন সচিনের রেকর্ড, ছুঁলেন ব্র্যাডম্যানকে, শতরান করে ৫টি রেকর্ড গড়লেন বিরাট কোহলি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Virat Kohli Century: নিজের আন্তর্জাতিক কেরিয়ারের ৫০০তম ম্যাচ সেঞ্চুরি করে স্মরণীয় করে রাখলেন বিরাট কোহলি। ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অনবদ্য ব্যাটিং করলেন প্রাক্তন ভারত অধিনায়ক।
advertisement
advertisement
advertisement
টেস্ট কেরিয়ারে বিরাটের এটি ২৯তম শতরান। এই নিরিখে তিনি ছুঁয়ে ফেলেন ব্র্যাডম্যানকে। স্যার ডন ব্র্যাডম্যান ৫২টি টেস্টের ৮০টি ইনিংসে ব্যাট করতে নেমে ২৯টি শতরান করেছেন। কোহলি ১১১টি টেস্টের ১৮৭টি ইনিংসে ব্যাট করে ২৯টি শতরান করলেন। একইসঙ্গে টপকে গেলেন মাইকেল ক্লার্ক, হাসিম আমলা, কেন উইলিয়ামসনদের ২৮টি শতরানের নজির।
advertisement
এদিন শুধু নিজের ৫০০ তম ম্যাচে শতরান করাই নয়, আর একটি রেকর্ড গড়লেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে রানের নিরিখে পাঁচ নম্বরে উঠে এলেন বিরাট। টপকে গেলেন জ্যাক ক্যালিসকে। ৩৪,৩৫৭ রান করে শীর্ষে সচিন তেন্ডুলকর, ২৮,০১৬ রান করে দ্বিতীয় স্থানে কুমারা সঙ্গাকারা, ২৭,৪৮৩ রান করে তৃতীয় রিকি পন্টিং, ২৫,৯৫৭ রান করে চতুর্থ মাহেলা জয়াবর্ধনে। ৫১৯ ম্যাচে ২৫,৫৩৪ রান করে ৫ নম্বরে ছিলেন ক্যালিস। তাঁকে পিছনে ফেলে পাঁচে এলেন কোহলি।
advertisement