Virat Kohli: ফুরিয়ে যাননি 'চেজমাস্টার' কোহলি, তৃতীয় ম্যাচে রানে ফিরে বার্তা 'বিরাট ইজ ব্যাক'

Last Updated:
Virat Kohli: প্রথম দুটি ম্যাচে খাতা না খুলেই সাজঘরে ফিরতে হয়েছিল বিরাট কোহলিকে। সিডনিতেই কি শেষ হতে চলেছে কোহলির কেরিয়ার? উঠে গিয়েছিল প্রশ্ন। কিন্তু বাঘ বুড়ো হলেও যে শিকার করতে ভোলে না, তা বুঝিয়ে দিলেন বিরাট।
1/5
প্রথম দুটি ম্যাচে খাতা না খুলেই সাজঘরে ফিরতে হয়েছিল বিরাট কোহলিকে। সিডনিতেই কি শেষ হতে চলেছে কোহলির কেরিয়ার? উঠে গিয়েছিল প্রশ্ন। কিন্তু বাঘ বুড়ো হলেও যে শিকার করতে ভোলে না, তা বুঝিয়ে দিলেন বিরাট।
প্রথম দুটি ম্যাচে খাতা না খুলেই সাজঘরে ফিরতে হয়েছিল বিরাট কোহলিকে। সিডনিতেই কি শেষ হতে চলেছে কোহলির কেরিয়ার? উঠে গিয়েছিল প্রশ্ন। কিন্তু বাঘ বুড়ো হলেও যে শিকার করতে ভোলে না, তা বুঝিয়ে দিলেন বিরাট।
advertisement
2/5
দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে রান করে সমালোচকদের চুপ করিয়েছেন রোহিত শর্মা। এবার তৃতীয় ম্যাচে রানে ফিরলেন 'চেজমাস্টার', 'রান মেশিন' বিরাট কোহলির। ঝকঝকে হাফ সেঞ্চুরি বুঝিয়ে দিলেন এখনও ফুরিয়ে যাননি তিনি।
দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে রান করে সমালোচকদের চুপ করিয়েছেন রোহিত শর্মা। এবার তৃতীয় ম্যাচে রানে ফিরলেন 'চেজমাস্টার', 'রান মেশিন' বিরাট কোহলির। ঝকঝকে হাফ সেঞ্চুরি বুঝিয়ে দিলেন এখনও ফুরিয়ে যাননি তিনি।
advertisement
3/5
তৃতীয় ম্যাচে শুভমান গিল আউট হওয়ার পর মাঠে আসেন বিরাট কোহলি। প্রথম ২ ম্যাচের তুলনায় এদিন শুরু থেকেই চেনা ছন্দে পাওয়া যায় বিরাট কোহলিকে। ঠান্ডা মাথায় গড়েন নিজের ইনিংস।
তৃতীয় ম্যাচে শুভমান গিল আউট হওয়ার পর মাঠে আসেন বিরাট কোহলি। প্রথম ২ ম্যাচের তুলনায় এদিন শুরু থেকেই চেনা ছন্দে পাওয়া যায় বিরাট কোহলিকে। ঠান্ডা মাথায় গড়েন নিজের ইনিংস।
advertisement
4/5
রোহিত শর্মা ও বিরাট কোহলিকে একসঙ্গে রান করতে দেখে খুশি ভারতীয় ফ্যানেরা। দুই মহাতারতার ব্যাট থেকে আসে একের পর এক চোখ ধাঁধানো শট। এদিন বেশি বলও নষ্ট করেননি কোহলি।
রোহিত শর্মা ও বিরাট কোহলিকে একসঙ্গে রান করতে দেখে খুশি ভারতীয় ফ্যানেরা। দুই মহাতারতার ব্যাট থেকে আসে একের পর এক চোখ ধাঁধানো শট। এদিন বেশি বলও নষ্ট করেননি কোহলি।
advertisement
5/5
৫৭ বলে নিজের হাফ সেঞ্চুরি করেন বিরাট কোহলি। শেষ পর্যন্ত  ৮১ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন বিরাট। ৭টি চারে সাজানো তার ইনিংস। রানে ফিরে স্বস্তিতে দেখায় বিরাট কোহলিকেও। ২৭-এর বিশ্বকাপ খেলার আশা জিইয়ে রাখলেন কোহলি।
৫৭ বলে নিজের হাফ সেঞ্চুরি করেন বিরাট কোহলি। শেষ পর্যন্ত ৮১ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন বিরাট। ৭টি চারে সাজানো তার ইনিংস। রানে ফিরে স্বস্তিতে দেখায় বিরাট কোহলিকেও। ২৭-এর বিশ্বকাপ খেলার আশা জিইয়ে রাখলেন কোহলি।
advertisement
advertisement
advertisement