Virat Kohli: লারার ভবিষ্যদ্বাণী মিলল না! বিরাট কোহলি নিয়ে যা বলেছিলেন, শুনলেন না 'কিং'!

Last Updated:
বিরাট কোহলি নিজের সিদ্ধান্তে অনড় থাকলেন। আগামী জুনে ভারতীয় দলের ইংল্যান্ড সফর। তার আগেই দাঁড়ি পড়ে গেল কোহলির ১৪ বছরের টেস্ট কেরিয়ারে।
1/7
গত বুধবারের পর আজ সোমবার, ভারতীয় ক্রিকেট সমর্থকদের আবার মন খারাপ! পর পর দুজন তারকার টেস্ট থেকে অবসর ঘোষণা। কারও কথা শুনলেন না বিরাট কোহলি। রোহিত শর্মার পর তিনিও অবসর ঘোষণা করে দিলেন।
গত বুধবারের পর আজ সোমবার, ভারতীয় ক্রিকেট সমর্থকদের আবার মন খারাপ! পর পর দুজন তারকার টেস্ট থেকে অবসর ঘোষণা। কারও কথা শুনলেন না বিরাট কোহলি। রোহিত শর্মার পর তিনিও অবসর ঘোষণা করে দিলেন।
advertisement
2/7
টেস্ট ক্রিকেট ছাড়তে চান তিনি। সে কথা ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানান কোহলি। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাঁকে অনুরোধ করে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে। সামনে ইংল্যান্ড সফর। কয়েক দিন আগেই রোহিত শর্মা টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন। এই অবস্থায় কোহলিকে হারানো মানে এক ধাক্কায় ভারতের ব্যাটিং লাইনআপ থেকে বিশাল অভিজ্ঞতা সরে যাওয়া। আর সেই আশঙ্কাই সত্যি হল।
টেস্ট ক্রিকেট ছাড়তে চান তিনি। সে কথা ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানান কোহলি। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাঁকে অনুরোধ করে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে। সামনে ইংল্যান্ড সফর। কয়েক দিন আগেই রোহিত শর্মা টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন। এই অবস্থায় কোহলিকে হারানো মানে এক ধাক্কায় ভারতের ব্যাটিং লাইনআপ থেকে বিশাল অভিজ্ঞতা সরে যাওয়া। আর সেই আশঙ্কাই সত্যি হল।
advertisement
3/7
ব্যাটার কোহলিকে আর লাল বলে দেখা না গেলে সেটা টেস্ট ক্রিকেটের জন্য ভাল নয়। এমনটাই মনে করেছিলেন ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তাই লারা বলেছিলেন, কোহলিকে বুঝিয়ে টেস্টে আরও খেলতে রাজি করানো হবে। শুধু তা-ই নয়, কেরিয়ারের বাকি সময়টা কোহলি টেস্টে ৬০-এর বেশি গড়ে রান করবে। তবে লারার সেই ভবিষ্যদ্বাণী মিলল না।
ব্যাটার কোহলিকে আর লাল বলে দেখা না গেলে সেটা টেস্ট ক্রিকেটের জন্য ভাল নয়। এমনটাই মনে করেছিলেন ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তাই লারা বলেছিলেন, কোহলিকে বুঝিয়ে টেস্টে আরও খেলতে রাজি করানো হবে। শুধু তা-ই নয়, কেরিয়ারের বাকি সময়টা কোহলি টেস্টে ৬০-এর বেশি গড়ে রান করবে। তবে লারার সেই ভবিষ্যদ্বাণী মিলল না।
advertisement
4/7
কোহলি নিজের সিদ্ধান্তে অনড় থাকলেন। আগামী জুনে ভারতীয় দলের ইংল্যান্ড সফর। তার আগেই দাঁড়ি পড়ে গেল কোহলির ১৪ বছরের টেস্ট কেরিয়ারে, ১২৩টি টেস্টে তাঁর ব্যাট থেকে এসেছে ৯২৩০ রান, গড় ৪৬.৮৫। সেঞ্চুরি ৩০টি। একসময় অবশ্য এই গড় ছিল ৫৫-এর বেশি। তবে গত পাঁচ বছরে ৩৭ টেস্ট খেলে কোহলি রান করেছেন মাত্র ১৯৯০, এই সময়ে গড় ছিল ৩২.০৯, সেঞ্চুরি মাত্র ৩টি!
কোহলি নিজের সিদ্ধান্তে অনড় থাকলেন। আগামী জুনে ভারতীয় দলের ইংল্যান্ড সফর। তার আগেই দাঁড়ি পড়ে গেল কোহলির ১৪ বছরের টেস্ট কেরিয়ারে, ১২৩টি টেস্টে তাঁর ব্যাট থেকে এসেছে ৯২৩০ রান, গড় ৪৬.৮৫। সেঞ্চুরি ৩০টি। একসময় অবশ্য এই গড় ছিল ৫৫-এর বেশি। তবে গত পাঁচ বছরে ৩৭ টেস্ট খেলে কোহলি রান করেছেন মাত্র ১৯৯০, এই সময়ে গড় ছিল ৩২.০৯, সেঞ্চুরি মাত্র ৩টি!
advertisement
5/7
টেস্ট ক্রিকেটে তিনি ফর্মে ছিলেন না। সেটা ভারতীয় দলের গত অস্ট্রেলিয়া সফরেই পরিষ্কার। সিরিজের প্রথমে রান পেলেও পরের দিকে কোহলি ফ্লপ। আর সেই অফ ফর্ম নিয়ে চিন্তায় ছিলেন কোহলিও।
টেস্ট ক্রিকেটে তিনি ফর্মে ছিলেন না। সেটা ভারতীয় দলের গত অস্ট্রেলিয়া সফরেই পরিষ্কার। সিরিজের প্রথমে রান পেলেও পরের দিকে কোহলি ফ্লপ। আর সেই অফ ফর্ম নিয়ে চিন্তায় ছিলেন কোহলিও।
advertisement
6/7
আইপিএল আপাতত স্থগিত। দেশে সংঘাতের পরিস্থিতির মাঝে কোহলির এই সিদ্ধান্ত দেশবাসীর মন খারাপের কারণ হয়ে উঠল। কোহলির অগণিত ভক্তরা আশা করেছিলেন, আরও কিছুদিন টেস্ট জার্সিতে হয়তো তাঁকে দেখা যাবে। তবে সেটা হল না।
আইপিএল আপাতত স্থগিত। দেশে সংঘাতের পরিস্থিতির মাঝে কোহলির এই সিদ্ধান্ত দেশবাসীর মন খারাপের কারণ হয়ে উঠল। কোহলির অগণিত ভক্তরা আশা করেছিলেন, আরও কিছুদিন টেস্ট জার্সিতে হয়তো তাঁকে দেখা যাবে। তবে সেটা হল না।
advertisement
7/7
টেস্ট ক্রিকেটে নিজের ১০ হাজার রানও পূর্ণ করলেন না কোহলি। তার আগেই অবসর ঘোষণা করে দিলেন। আর সেই ঘোষণা হল আচমকাই। টেস্ট ক্রিকেটে এখন শূন্যতা। কোহলি নেই, এই শূন্যস্থান কি আর ভরবে!
টেস্ট ক্রিকেটে নিজের ১০ হাজার রানও পূর্ণ করলেন না কোহলি। তার আগেই অবসর ঘোষণা করে দিলেন। আর সেই ঘোষণা হল আচমকাই। টেস্ট ক্রিকেটে এখন শূন্যতা। কোহলি নেই, এই শূন্যস্থান কি আর ভরবে!
advertisement
advertisement
advertisement