ফিটনেস নিয়ে এত প্রচার! সেই কোহলি ইয়ে ইয়ো টেস্টে সেরা নন! তা হলে কে?
- Published by:Suman Majumder
Last Updated:
Virat Kohli vs Pakistan Cricketers Yo-Yo Test Score: ফিটনেস নিয়ে এত কিছু করেন বিরাট কোহলি। অথচ তাঁকে বলে বলে ইয়ো ইয়ো টেস্টে হারাচ্ছে পাকিস্তানিরা!
এখন টিম ইন্ডিয়ায় নির্বাচিত হতে হলে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে আরও সজাগ হতে হবে। কারণ নতুন বছর শুরু হতে না হতেই ভারতীয় দলে নির্বাচিত হওয়ার ফিটনেস স্কেল আরও কড়া করেছে বিসিসিআই। এখন দুই স্তরে খেলোয়াড়দের ফিটনেস পরীক্ষা করা হবে। ইয়ো-ইয়ো পরীক্ষা আবার ফিরে এসেছে। তার উপর ডেক্সা স্ক্যানও করা হবে। এবার জেনে নেওয়া যাক, বিরাট কোহলি ইয়ো-ইয়ো টেস্টে সেরা নাকি তাঁর থেকে এগিয়ে আছেন কেউ!
advertisement
বিরাট কোহলি ফিটনেস নিয়ে প্রচণ্ড সচেতন। তবুও তিনি ইয়ো ইয়ো টেস্টে সেরা নন। তবে ২০২১-২২ মরশুমে বিরাট কোহলি ছাড়া বিসিসিআই-এর সেন্ট্রাল কনট্রাক্টে থাকা ২৩ জন খেলোয়াড়কে পুনর্বাসনের জন্য NCA-তে যেতে হয়েছিল। রোহিত শর্মা, লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজার মতো খেলোয়াড়রা তাতে অন্তর্ভুক্ত ছিলেন।
advertisement
advertisement
advertisement
বিরাট কোহলি অধিনায়ক থাকাকালীন টিম ইন্ডিয়াতে নির্বাচনের জন্য ইয়ো-ইয়ো পরীক্ষা শুরু হয়। প্রাথমিকভাবে, পাস করার জন্য 16.1 স্কোর প্রয়োজন হত। যা পরে 16.5 করা হয়েছিল। এই টেস্টে বিরাট কোহলি সর্বোচ্চ ১৯ পয়েন্ট করতে সক্ষম হয়েছেন। এক্ষেত্রে পাকিস্তানের অনেক খেলোয়াড়ই তাঁর চেয়ে ভাল পয়েন্ট স্কোর করেছেন।
advertisement
advertisement
advertisement