বিরাট কোহলির ডাক নাম চিকু হল কি করে ? রহস্যের সমাধান করলেন কোহলি নিজেই !

Last Updated:
বিরাটের ডাক নাম চিকু। এই মিষ্টি নামে তাঁকে ডাকে কে ?
1/5
ভারতীয় ক্রিকেট টিমের সকলেরই একটা ডাক নাম আছে। ধনিকে ডাকা হয় মাহি বলে। তেমনই সুরেশ রায়না থেকে যুবরাজ সিংহ সকলেরই ডাক নাম রয়েছে।
ভারতীয় ক্রিকেট টিমের সকলেরই একটা ডাক নাম আছে। ধনিকে ডাকা হয় মাহি বলে। তেমনই সুরেশ রায়না থেকে যুবরাজ সিংহ সকলেরই ডাক নাম রয়েছে।
advertisement
2/5
তবে ইন্ডিয়ান ক্রিকেট টিম বিরাট কোহলির নিক নেম বা ডাক নাম কি ?
তবে ইন্ডিয়ান ক্রিকেট টিম বিরাট কোহলির নিক নেম বা ডাক নাম কি ?
advertisement
3/5
বিরাটের ডাক নাম চিকু। এই মিষ্টি নামে তাঁকে ডাকে কে ? বিরাট কোহলির সঙ্গে যাদেরই ভাল সম্পর্ক তাঁরা চিকু নামেই ডাকে বিরাটকে। এই নাম পপুলার হয় ধোনির জন্য। তিনি মাঠে বিরাটকে চিকু বলে ডেকেছিলেন।
বিরাটের ডাক নাম চিকু। এই মিষ্টি নামে তাঁকে ডাকে কে ? বিরাট কোহলির সঙ্গে যাদেরই ভাল সম্পর্ক তাঁরা চিকু নামেই ডাকে বিরাটকে। এই নাম পপুলার হয় ধোনির জন্য। তিনি মাঠে বিরাটকে চিকু বলে ডেকেছিলেন।
advertisement
4/5
কিন্তু বিরাটের নাম চিকু হল কি করে? এই রহস্যের সমাধান করলেন বিরাট নিজেই।
কিন্তু বিরাটের নাম চিকু হল কি করে? এই রহস্যের সমাধান করলেন বিরাট নিজেই।
advertisement
5/5
বললেন, "আমি টিম ইন্ডিয়ায় খেলতে আসার আগেই আমার নাম চিকু হয়ে যায়। ২০০৭ সালে আমার চুল পড়ে যাচ্ছিল। সমস্যা হচ্ছিল হেয়ার লসের। আমার কানে আর চিকে চুল পড়ে থাকত। তখন কার্টুন চরিত্র চম্পকও খুব ফেমাস হয়েছিল। সেই তখন থেকেই আমার নাম চিকু। সবাই চিকু বলেই ডাকতো। এখনও আমার কাছের মানুষরা চিকু বলেই ডাকে।"
বললেন, "আমি টিম ইন্ডিয়ায় খেলতে আসার আগেই আমার নাম চিকু হয়ে যায়। ২০০৭ সালে আমার চুল পড়ে যাচ্ছিল। সমস্যা হচ্ছিল হেয়ার লসের। আমার কানে আর চিকে চুল পড়ে থাকত। তখন কার্টুন চরিত্র চম্পকও খুব ফেমাস হয়েছিল। সেই তখন থেকেই আমার নাম চিকু। সবাই চিকু বলেই ডাকতো। এখনও আমার কাছের মানুষরা চিকু বলেই ডাকে।"
advertisement
advertisement
advertisement