বিরাট কোহলির ডাক নাম চিকু হল কি করে ? রহস্যের সমাধান করলেন কোহলি নিজেই !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
বিরাটের ডাক নাম চিকু। এই মিষ্টি নামে তাঁকে ডাকে কে ?
advertisement
advertisement
advertisement
advertisement
বললেন, "আমি টিম ইন্ডিয়ায় খেলতে আসার আগেই আমার নাম চিকু হয়ে যায়। ২০০৭ সালে আমার চুল পড়ে যাচ্ছিল। সমস্যা হচ্ছিল হেয়ার লসের। আমার কানে আর চিকে চুল পড়ে থাকত। তখন কার্টুন চরিত্র চম্পকও খুব ফেমাস হয়েছিল। সেই তখন থেকেই আমার নাম চিকু। সবাই চিকু বলেই ডাকতো। এখনও আমার কাছের মানুষরা চিকু বলেই ডাকে।"
