Virat Kohli : বিরাট কোহলিকে নিয়ে চূড়ান্ত খারাপ খবর! কোটি কোটি ভক্তের মন খারাপ হতে পারে, ১৮ বছরের সম্পর্ক শেষের পথে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Virat Kohli-RCB- জানা যাচ্ছে, বিরাট কোহলি নাকি আরসিবিকে জানিয়েছে, তাঁর সঙ্গে বাণিজ্যিক চুক্তি যেন না বাড়ানো হয়! এখন প্রশ্ন হল, তা হলে কি আরসিবির সঙ্গে দূরত্ব বাড়ছে কোহলির? পরের মরশুম শুরুর আগেই এই চুক্তির মেয়াদ বাড়ানোর কথা ছিল। কিন্তু এখন কোহলি তাতে রাজি নন।
ক্রিকেট সার্কিট থেকে প্রায় অদৃশ্য বিরাট কোহলি। টেস্ট, টি২০ ক্রিকেট খেলেন না, অনেক মাস পর একদিনের ক্রিকেটে হয়তো তাঁকে দেখা যাবে! তা হলে এবার কি আর আইপিএলেও দেখা যাবে না বিরাট কোহলিকে!
advertisement
অনেক চেষ্টার পর শেষ পর্যন্ত আইপিএল খেতাব জিতেছে আরসিবি। আইপিএলের গত মরশুমে রজত পাতিদারের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে আরসিবি। কোহলি শুরু থেকে খেলেছেন আরসিবির জার্সি গায়ে। অনেক চেষ্টার পর শেষে ট্রফি জিতেছে আরসিবি।
advertisement
এবার জানা যাচ্ছে, বিরাট কোহলি নাকি আরসিবিকে জানিয়েছে, তাঁর সঙ্গে বাণিজ্যিক চুক্তি যেন না বাড়ানো হয়! এখন প্রশ্ন হল, তা হলে কি আরসিবির সঙ্গে দূরত্ব বাড়ছে কোহলির? পরের মরশুম শুরুর আগেই এই চুক্তির মেয়াদ বাড়ানোর কথা ছিল। কিন্তু এখন কোহলি তাতে রাজি নন।
advertisement
আরসিবির ব্র্যান্ড প্রোমোশন সংক্রান্ত একটি ব্যবসায়িক চুক্তিতে সই করার কথা ছিল কোহলির। কিন্তু, কোহলি এই চুক্তিতে সই করেননি বলে জানা যাচ্ছে। বিরাট কোহলি কিংবা আরসিবি, কোনও পক্ষই এখনও এই নিয়ে মুখ খোলেনি।
advertisement