Virat Kohli Birthday: ৩৬-এ পা দিলেন কিং কোহলি; কীভাবে খ্যাতির শিখরে উত্থান হয়েছিল কিংবদন্তি এই ক্রিকেট তারকার?
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Virat Kohli 36th Birthday: ১৯৮৮ সালের ৫ নভেম্বর দিল্লিতে জন্ম বিরাট কোহলির। দিল্লির উত্তম নগরে তাঁর বেড়ে ওঠা। মাত্র ৯ বছর বয়সেই ক্রিকেটে হাতেখড়ি। এরপর কোচ রাজকুমার শর্মার কাছ থেকে তিনি ক্রিকেটের নানা সূক্ষ্ম বিষয় শিখেছেন।
ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি ব্যাটসম্যান বিরাট কোহলিকে ক্রিকেট দুনিয়ার রাজা বলে ডাকা হয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে নিজের দুর্ধর্ষ দক্ষতা প্রমাণ করেছেন কোহলি। কিছু প্রাক্তন ক্রিকেটার এবং ক্রিকেট বিশেষজ্ঞও বিরাট কোহলিকে আবার ক্রিকেট দুনিয়ার সেরা ব্যাটসম্যানের তকমা দিয়ে থাকেন। আর ৫ নভেম্বর, ২০২৪ তারিখে নিজের ৩৬-তম জন্মদিন উদযাপন করছেন কিং কোহলি। তাই এই বিশেষ দিনে জেনে নেওয়া যাক, কীভাবে নিজের পরিচিতি তৈরি করলেন কিংবদন্তি এই ক্রিকেটার! আর কীভাবেই বা তিনি খ্যাতির শিখরে পৌঁছলেন!
advertisement
advertisement
এরপর ধীরে ধীরে ক্রিকেট দুনিয়ায় একের পর এক চমক প্রদর্শন করতে শুরু করেন বিরাট কোহলি। নিজের এজ গ্রুপ ক্রিকেটে দুর্ধর্ষ পারফর্ম করে তিনি ধীরে ধীরে ফার্স্ট ক্লাস ক্রিকেটের দিকে অগ্রসর হন। ২০০৬ সালে দিল্লির জন্য নিজের কেরিয়ারের প্রথম ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছিলেন। এই সময়ে আবার প্রয়াত হন ক্রিকেট তারকার বাবা প্রেম কোহলি। বাবার মৃত্যুর শোক সামলে কর্নাটকের বিরুদ্ধে ব্যাট করতে নামেন বিরাট। এরপর ৯০ রানের একটি দুর্ধর্ষ ইনিংস উপহারও দেন। আর এখান থেকেই স্বীকৃতি লাভ করতে শুরু করেন ভারতীয় দলের এই ক্রিকেট তারকা।
advertisement
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ থেকেই আসল খ্যাতি লাভ: ২০০৮ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ বিরাট কোহলির কেরিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বলা হয় যে, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ থেকেই তুমুল সাফল্য পান কোহলি। আর এই সাফল্যই তাঁর ভারতীয় দলে প্রবেশের পথকে আরও প্রশস্ত করে। বিরাট কোহলির অধিনায়কত্বেই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে জয়লাভ করেছিল ভারত।
advertisement
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দুর্ধর্ষ পারফর্ম করেছিলেন কোহলি। এরপর আইপিএল-এ রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে আনা হয় তাঁকে। ওই একই বছর অর্থাৎ ২০০৮ সালে ভারতীয় দলে প্রবেশ করেন তিনি। ২০০৮ সালের ১৮ অগাস্ট শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই ম্যাচ খেলেই কোহলির আন্তর্জাতিক ডেবিউ হয়েছিল। এরপরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক রেকর্ডে ভরে উঠেছে তাঁর ঝুলি।
advertisement
ভেঙেছেন সচিন তেন্ডুলকরের রেকর্ডও: ২০২৩ সালে ওডিআই বিশ্বকাপে কোহলি আর এক কিংবদন্তি ক্রিকেট তারকা সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দিয়েছেন। ওডিআই বিশ্বকাপে নিজের ওডিআই কেরিয়ারে ৫০-তম শতরান হাঁকিয়েছিলেন কোহলি। যেখানে ওডিআই-এ ৪৯-তম শতরান করেছিলেন সচিন। এই ভাবে নিজের কেরিয়ারের একেবারে গোড়ার দিক থেকেই রেকর্ড ভাঙতে শুরু করেছিলেন কোহলি। আর এভাবেই ভারতীয় দলের কিংবদন্তি ক্রিকেট তারকা হয়ে উঠেছেন তিনি।