Vaibhav Suryavanshi: একাই ২২টি ছক্কা! বড় রেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী, স্থির আগামী টার্গেট
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Vaibhav Suryavanshi: এশিয়া কাপ রাইজিং স্টারসে উজ্জ্বল পারফরম্যান্সের পর বৈভব সূর্যবংশী এবার সৈয়দ মুস্তাক আলি টি২০ ট্রফিতে খেলবেন।
এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৫ টুর্নামেন্টে পাকিস্তানের বাঁহাতি ওপেনার মাজ সদাকত নিজের অসাধারণ ব্যাটিং দক্ষতার পরিচয় দিয়ে ভারতীয় ব্যাটার বৈভব সূর্যবংশীর প্রতিযোগিতায় সর্বোচ্চ রান করার রেকর্ডটি ভেঙে দেন। বাংলাদেশ-এর বিরুদ্ধে রোমাঞ্চকর ফাইনালে সদাকতের ইনিংসই তাকে নতুন রেকর্ডের মালিক করে তোলে এবং তিনি বৈভবকে টপকে সর্বোচ্চ রানসংগ্রাহকের আসন দখল করেন।
advertisement
রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ পর্যন্ত সুপার ওভারে বাংলাদেশকে হারিয়ে পাকিস্তান তাদের তৃতীয় এশিয়া কাপ রাইজিং স্টারস শিরোপা জিতে নেয়। এর আগে তারা ২০১৯ ও ২০২৩ সালে শিরোপা জিতেছিল। ফাইনালে সদাকতের ব্যাটিংই দলকে জয়ের দিকে এগিয়ে দেয় এবং তার সামগ্রিক পারফরম্যান্সের সুবাদে তিনি ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ পুরস্কার লাভ করেন।
advertisement
বিহারের তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী এই টুর্নামেন্টে ৪ ইনিংসে ২৩৯ রান করেন, যেখানে পাকিস্তানের সদাকত ৫ ইনিংসে ২৫৮ রান করে শীর্ষে উঠে আসেন। সদাকত যেখানে ১৯টি ছক্কা মেরেছেন, বৈভব সেখানে ২২টি ছক্কা হাঁকিয়ে ছক্কা-তালিকায় শীর্ষে থাকলেন। সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরেও বৈভবই এগিয়ে—১৪৪ রান, যা তিনি প্রথম ম্যাচেই ইউএই-এর বিরুদ্ধে করেন।
advertisement
advertisement
advertisement
