Vaibhav Suryavanshi: বড়দের খেলায় 'বাচ্চার' দাদাগিরি! মাত্র ১৪ বছরে আইপিএল সেঞ্চুরি! ইতিহাসের পাতায় বৈভব সূর্যবংশী
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Vaibhav Suryavanshi:মাত্র ১৪ বছর বয়সে আইপিএলে অভিষেক করে সবথেকে কম বয়সী আইপিএল খেলা প্লেয়ার আগেই হয়েছিলেন বৈভব। এর আগে কয়েকটি ম্যাচে নিজের ঝলক দেখিয়েছিলেন। আর গুজরাত টাইটান্সের বিরুদ্ধে দেখালেন পুরো শো।
বিশ্বের সবথেকে কঠিন টি-২০ লিগ। অনেকে বলে থাকেন আইপিএল বাচ্চাদের খেলা নয়। কিন্তু গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ক্রিকেট দুনিয়া দেখল ছোট পটকা কত বড় ধামাকা করতে পারে। নাম বৈভব সূর্যবংশী। কথায় বলে আইপিএল বাচ্চাদের খেলা নয়। কিন্তু ১৪ বছরের বাচ্চা ভুল প্রমাণ করলেন সকলকে। (Photo Courtesy- AP)
advertisement
মাত্র ১৪ বছর বয়সে আইপিএলে অভিষেক করে সবথেকে কম বয়সী আইপিএল খেলা প্লেয়ার আগেই হয়েছিলেন বৈভব। এর আগে কয়েকটি ম্যাচে নিজের ঝলক দেখিয়েছিলেন। আর গুজরাত টাইটান্সের বিরুদ্ধে দেখালেন পুরো শো। (Photo Courtesy- AP)
advertisement
গুজরাতের দেওয়া ২১০ রানের টার্গেট তাড়া করকে নেমে ইনিংসের শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ব্যাট করেন বৈভব সূর্যবংশী। পাওয়ার প্লে-তেই মাত্র ১৭ বলে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি। (Photo Courtesy- AP)
advertisement
কিন্তু সেটা সত্যিই ছিল তার অর্ধেক ইনিংস। হাফ সেঞ্চুরির পর আরও রুদ্রমূর্তি ধারণ করেন বৈভব। গুজরাত বোলারদের নিয়ে রীতিমত ছেলে খেলা করেন তিনি। ৩৫ বলে পূরণ করেন আইপিএব কেরিয়ারের প্রথম সেঞ্চুরি। (Photo Courtesy- AP)
advertisement
এই সেঞ্চুরির সৌজন্যে আইপিএলের ইতিহাসে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবথেকে দ্রুততম সেঞ্চুরি করলেন বৈভব সূর্যবংশী। একইসঙ্গে ক্রিস গেইলের পর আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করলেন বৈভব। (Photo Courtesy- AP)
advertisement