'একজনের কষ্টেও আরেকজনের মন গলছে না', কার উদ্দেশে এই 'লাভ লেটার' উর্বশীর!

Last Updated:
Urvashi Rautela At Australia: একের পর এক ছবি। আর তাতে একের পর এক ক্যাপশন। উর্বশীর হলটা কী!
1/5
হঠাত্ করেই অস্ট্রেলিয়া পৌঁছে গেলেন তিনি। এর আগে এশিয়া কাপের সময়ও উর্বশী রউতেলাকে দুবাইয়ের স্টেডিয়ামে দেখা গিয়েছিল। আর এবার তিনি অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপের আগে হাজির।
হঠাত্ করেই অস্ট্রেলিয়া পৌঁছে গেলেন তিনি। এর আগে এশিয়া কাপের সময়ও উর্বশী রউতেলাকে দুবাইয়ের স্টেডিয়ামে দেখা গিয়েছিল। আর এবার তিনি অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপের আগে হাজির।
advertisement
2/5
একের পর এক ছবি, আর তার সঙ্গে একের পর এক ক্যাপশন লিখলেন উর্বশী। কার জন্য তাঁর এই পরোক্ষ লাভ লেটার লেখা!
একের পর এক ছবি, আর তার সঙ্গে একের পর এক ক্যাপশন লিখলেন উর্বশী। কার জন্য তাঁর এই পরোক্ষ লাভ লেটার লেখা!
advertisement
3/5
উর্বশী লিখলেন, আমি মনের কথা শুনলাম। মন আমাকে বলেছিল, চল অস্ট্রেলিয়া যাওয়া যাক।
উর্বশী লিখলেন, আমি মনের কথা শুনলাম। মন আমাকে বলেছিল, চল অস্ট্রেলিয়া যাওয়া যাক।
advertisement
4/5
উর্বশী একটি ছবিতে উর্দু কবিতার পংক্তিও লিখলেন। সেখানে তিনি লিখেছেন- একজনের এত কষ্টেও আরেকজনের মন গলছে না.
উর্বশী একটি ছবিতে উর্দু কবিতার পংক্তিও লিখলেন। সেখানে তিনি লিখেছেন- একজনের এত কষ্টেও আরেকজনের মন গলছে না.
advertisement
5/5
আরেকটি ছবিতে উর্বশী লিখেছেন- আয়না মনে হয় ঘুঁষ নিয়েছে। না হলে মনে কষ্ট থাকলেও মুখে হাসি দেখাচ্ছে কেন!
আরেকটি ছবিতে উর্বশী লিখেছেন- আয়না মনে হয় ঘুঁষ নিয়েছে। না হলে মনে কষ্ট থাকলেও মুখে হাসি দেখাচ্ছে কেন!
advertisement
advertisement
advertisement