Urvashi Rautella and Rishabh Pant: পন্থের শতরান দেখেছেন প্রশ্নের উত্তরে ক্রিকেটারের নাম নিয়ে অশ্লীল ইয়ার্কি উর্বশীর
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
কী আর করবেন উর্বশী রাউতেলা, ঋষভ পন্থের (Urvashi Rautella and Rishabh Pant) সঙ্গে সম্পর্ক যা ছিল তা চুকে গেছে কোন কালে কিন্তু মানুষ কিছুতেই আর তাঁর থেকে ঋষভ পন্থকে আর তাঁর থেকে আলাদা হতে দেবে না৷
কী আর করবেন উর্বশী রাউতেলা, ঋষভ পন্থের সঙ্গে সম্পর্ক যা ছিল তা চুকে গেছে কোন কালে কিন্তু মানুষ কিছুতেই আর তাঁরথেকে ঋষভ পন্থকে আর তাঁর থেকে আলাদা হতে দেবে না৷ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিেজর দ্বিতীয় একদিনের ম্যাচে জবরদস্ত ব্যাটিং করেন পন্থ৷ কিন্তু ঋষভ পন্থের ভালো ইনিংসের পরেই নেটিজেনদের মনে প্রশ্ন ওঠে উর্বশী রাউতেলা দেখেছেন কি পন্থের ইনিংস৷ -Photo Courtesy- Indtagram Handle
advertisement
advertisement
advertisement
#মুম্বই: ভারতের সবচেয়ে সফল উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনির অবসর গ্রহণের পর ঋষভ পন্থ উইকেটরক্ষকের দায়িত্ব নিয়েছিলেন৷ তার দায়িত্ব নেওয়াটা বেশ ভালোই হয়েছিল৷ কিন্তু খুবই প্রত্যাশা জাগানো পন্থের একটাই অসুবিধা তাঁর ধারাবাহিকতার অভাব৷ উইকেটের পিছনে সাবলীলতার পাশাপাশি তাঁর নির্ভীক ধামাকা ব্যাটিং ভারতীয় ক্রিকেট দলের বড় ইউএসপি৷ ইংল্যান্ড সফরে এখনও অবধি সেরকম কিছু করে উঠতে পারেননি৷ কিন্তু এর মধ্যেই পন্থকে ঘিরে এক মুচমুচে গসিপের জন্ম দিলেন তাঁর এক্স গার্লফ্রেন্ড উর্বশী রাউতেলা৷
advertisement
advertisement
advertisement