IPL2020| কেন আরব আমিরশাহি সবচেয়ে ভাল ভেন্যু IPL 2020-র জন্য? জানুন বিস্তারিত
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
আইপিএল-কে বিদেশে করা ছাড়া দ্বিতীয় উপায় ছিল না বোর্ডের৷ প্রাথমিক পছন্দের তালিকায় ছিল আরব আমিরশাহি ও শ্রীলঙ্কা৷ কারণ, আরব আমিরশাহিতে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে রয়েছে৷ সবচেয়ে কম করোনা সংক্রমণ যে দেশগুলিতে, তার মধ্যে রয়েছে শ্রীলঙ্কা৷
এই নিয়ে দ্বিতীয়বার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2020) হতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহিতে৷ ২০১৪ সালে হয়েছিল৷ কারণ সে বছর ভারতে লোকসভা নির্বাচন ছিল৷ এ বারের কারণ করোনা ভাইরাস অতিমারি৷ এমনকী T20 বিশ্বকাপের দিকে তাকিয়ে চলতি বছরের IPL 2020 ভারতে করার দরজাও খুলে রেখেছিল বিসিসিআই৷ কিন্তু ভারতে যে হারে করোনা ভাইরাস সংক্রমণ ঘটছে, তাতে ঝুঁকি নিতে চায়নি বোর্ড৷
advertisement
advertisement
কেন আরব আমিরশাহিতেই আইপিএল? আরব আমিরশাহিতে আগে আইপিএল হয়েছে৷ ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ইংল্যান্ড যেমন আদর্শ পরিবেশ ও নিয়ম পালনের মাধ্যমে আয়োজন করেছে, আরবও সেই পথেই হাঁটবে৷ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ৯টি উইকেট রয়েছে৷ তাই কম সময়ে একাধিক ম্যাচ করানো যেতে পারে৷ এমনটাই গাল্ফ নিউজ-কে জানিয়েছেন, দুবাই স্পোর্টস সিটির প্রধান সলমন হানিফ৷
advertisement
শুধুমাত্র আইসিসি কমপ্লেক্সেই ৩৮টি উইকেট রয়েছে৷ স্টেট অফ দ্য আর্ট ইন্ডোর ফেসিলিটি৷ যদি খুব গরম পড়ে, তা হলে ইন্ডোর ম্যাচ করা যাবে৷ আরও একটি সুবিধে হল, আরব আমিরশাহির দুর্দান্ত পরিকাঠামো ও প্র্যাক্টিস ফেসিলিটি৷ একই সঙ্গে বিমান যোগাযোগ৷ প্লেয়াররা দুবাইতে থাকতেই পছন্দ করবেন, কারণ শারজা যেতে আধ ঘণ্টা লাগবে, আবু ধাবি দেড় ঘণ্টা মতো৷
advertisement
advertisement
যদিও ম্যাচের ভেন্যু এখনও নিশ্চিত করা হয়নি, তবে সূত্রের খবর, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম, আবু ধাবির শেখ জইদ ক্রিকেট স্টেডিয়াম ও শারজায় রয়েছে শারজা ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম৷ এছাড়াও দুবাইয়ে রয়েছে আইসিসি ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ড নম্বর ১ ও দুবাই ক্রিকেট কাউন্সিলের দুটি মাঠ৷ আগামী ২৪ জুলাই ভেন্যু নিয়ে বৈঠক করবে আইপিএল-এর গভর্নিং বডি৷
advertisement