Asia Cup 2023: ধোপে টিকল না কোনও জেদ! মাথা নত করল পাকিস্তান! এশিয়া কাপ নিয়ে বড় আপডেট

Last Updated:
Asia Cup 2023: অবশেষে এশিয়া কাপ ২০২৩ নিয়ে কাটল সব জট। এসিসি ও বিসিসিআইয়ের দাবির কাছে মাথা নত করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। আসন্ন এশিয়া কাপে সেই ৪ ম্যাচের দায়িত্ব নিয়েই সন্তুষ্ট থাকতে হল পিসিবিকে।
1/6
অবশেষে এশিয়া কাপ ২০২৩ নিয়ে কাটল সব জট। এসিসি ও বিসিসিআইয়ের দাবির কাছে মাথা নত করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। আসন্ন এশিয়া কাপে সেই ৪ ম্যাচের দায়িত্ব নিয়েই সন্তুষ্ট থাকতে হল পিসিবিকে।
অবশেষে এশিয়া কাপ ২০২৩ নিয়ে কাটল সব জট। এসিসি ও বিসিসিআইয়ের দাবির কাছে মাথা নত করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। আসন্ন এশিয়া কাপে সেই ৪ ম্যাচের দায়িত্ব নিয়েই সন্তুষ্ট থাকতে হল পিসিবিকে।
advertisement
2/6
 মাঝে সব সমস্যার সমাধান হয়ে গিয়েছিল। কিন্তু ফের বেঁকে বসে পাকিস্তান। ৪ ম্যাচে সন্তুষ্ট নয় বলে জানানো হয় পিসিবির তরফে। আরও বেশি ম্যাচের দাবি জানায় পাকিস্তান। কিন্তু শেষমেষ ধোপে টিকল না কোনও জেদ।
মাঝে সব সমস্যার সমাধান হয়ে গিয়েছিল। কিন্তু ফের বেঁকে বসে পাকিস্তান। ৪ ম্যাচে সন্তুষ্ট নয় বলে জানানো হয় পিসিবির তরফে। আরও বেশি ম্যাচের দাবি জানায় পাকিস্তান। কিন্তু শেষমেষ ধোপে টিকল না কোনও জেদ।
advertisement
3/6
জট কাটাতে পিসিবি কর্তাদের সঙ্গে বৈঠক করেন বিসিসিআই সচিব তথা এসিসি প্রধান জয় শাহ সহ অন্যান্য কর্তারা। সেখানেই শেষ পর্যন্ত সেই ৪ ম্যাচের শর্ততেই রাজি হতে হয় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে।
জট কাটাতে পিসিবি কর্তাদের সঙ্গে বৈঠক করেন বিসিসিআই সচিব তথা এসিসি প্রধান জয় শাহ সহ অন্যান্য কর্তারা। সেখানেই শেষ পর্যন্ত সেই ৪ ম্যাচের শর্ততেই রাজি হতে হয় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে।
advertisement
4/6
সমস্যা কাটার পর পিসিবির তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, ইভেন্টের আয়োজক হিসেবে পিসিবি উদ্বোধনী ম্যাচটি আয়োজন করবে। ৪টি ম্যাচ হবে পাকিস্তানে ও চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে এশিয়া কাপার পূর্ণাঙ্গ সূচি। এসিসি-র তরফ থেকেও এই কথাই জানোন হয়।
সমস্যা কাটার পর পিসিবির তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, ইভেন্টের আয়োজক হিসেবে পিসিবি উদ্বোধনী ম্যাচটি আয়োজন করবে। ৪টি ম্যাচ হবে পাকিস্তানে ও চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে এশিয়া কাপার পূর্ণাঙ্গ সূচি। এসিসি-র তরফ থেকেও এই কথাই জানোন হয়।
advertisement
5/6
প্রসঙ্গত, ১৫ জুন এসিসি ঘোষণা করেছিল যে, মহাদেশীয় টুর্নামেন্টটি ৩১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। হাইব্রিড নডেলের এশিয়াকে পিসিবি ৪টি ও শ্রালঙ্কায় আয়োজিত হবে ৯টি ম্যাচ। ভারতীয় দল তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়।
প্রসঙ্গত, ১৫ জুন এসিসি ঘোষণা করেছিল যে, মহাদেশীয় টুর্নামেন্টটি ৩১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। হাইব্রিড নডেলের এশিয়াকে পিসিবি ৪টি ও শ্রালঙ্কায় আয়োজিত হবে ৯টি ম্যাচ। ভারতীয় দল তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়।
advertisement
6/6
এশিয়া কাপে দুটি গ্রুপ। ভারত, পাকিস্তান এবং নেপাল এক গ্রুপে ও অন্য গ্রুপে পাকিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। প্রতি গ্রুপ থেকে দুটি দল সুপার ফোরে যাবে। সেখান থেকে ফাইনাল। এবার শুধু পূর্ণাঙ্গ সূচির অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
এশিয়া কাপে দুটি গ্রুপ। ভারত, পাকিস্তান এবং নেপাল এক গ্রুপে ও অন্য গ্রুপে পাকিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। প্রতি গ্রুপ থেকে দুটি দল সুপার ফোরে যাবে। সেখান থেকে ফাইনাল। এবার শুধু পূর্ণাঙ্গ সূচির অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
advertisement
advertisement
advertisement