Titas Sadhu: জিও তিতাস! আগুনে বোলিং বাঙালি পেসারের, অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিল ভারতের মেয়েরা

Last Updated:
Titas Sadhu: বাঙালি বোলার যেন আগুন ঝরাচ্ছেন, আর ঝাঁঝে পুড়ে যাচ্ছে বিপক্ষ
1/6
INDW বনাম AUS W প্রথম T20I  ম্যাচে ৯ উইকেটে জয় ভারতীয় মহিলা দলের৷  নভি মুম্বইয়ের ডঃ ডি ওয়াই পাটিল স্পোর্টস অ্যাকাডেমিতে খেলা হয়েছিল৷ আর সেখানেই অজিদের খেল খতম করে দেন উইমেন ইন ব্লু৷ আর এতে মূল নায়কের ভূমিকায় বাংলার তিতাস সাধু৷ Photo Courtesy- Facebook Reel Grab
INDW বনাম AUS W প্রথম T20I  ম্যাচে ৯ উইকেটে জয় ভারতীয় মহিলা দলের৷  নভি মুম্বইয়ের ডঃ ডি ওয়াই পাটিল স্পোর্টস অ্যাকাডেমিতে খেলা হয়েছিল৷ আর সেখানেই অজিদের খেল খতম করে দেন উইমেন ইন ব্লু৷ আর এতে মূল নায়কের ভূমিকায় বাংলার তিতাস সাধু৷ Photo Courtesy- Facebook Reel Grab
advertisement
2/6
ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কউর ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন৷ তাঁর ডেপুটি ছিলেন তারকা ব্যাটার স্মৃতি মান্ধানা। অস্ট্রেলিয়া দলের ক্যাপ্টেন ছিলেন অ্যালিসা হিলি এবং সহ-অধিনায়ক তাহলিয়া ম্যাকগ্রা। ওডিআইতে হারের প্রতিশোধ হিসেবে টি টোয়েন্টিতে জয় দিয়ে অভিযান শুরু করলেন ভারতের মেয়েরা৷ Photo Courtesy-Titas Sadhu Facebook Account
ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কউর ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন৷ তাঁর ডেপুটি ছিলেন তারকা ব্যাটার স্মৃতি মান্ধানা। অস্ট্রেলিয়া দলের ক্যাপ্টেন ছিলেন অ্যালিসা হিলি এবং সহ-অধিনায়ক তাহলিয়া ম্যাকগ্রা। ওডিআইতে হারের প্রতিশোধ হিসেবে টি টোয়েন্টিতে জয় দিয়ে অভিযান শুরু করলেন ভারতের মেয়েরা৷ Photo Courtesy-Titas Sadhu Facebook Account
advertisement
3/6
এদিন টসে জিতে ভারতীয় মহিলা দল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন৷ অধিনায়ক হরমনপ্রীতের প্রথমে বোলিং নেওয়ার সিদ্ধান্তকে দলের পক্ষে দারুণ ভাবে কার্যকরী করে দেন তিতাস৷ তাঁর আগুনে প্রথম স্পেলে ৩ উইকেটে কোমর ভেঙে যায় অজি ব্যাটিং লাইনআপের৷ Photo Courtesy-Titas Sadhu Facebook Account
এদিন টসে জিতে ভারতীয় মহিলা দল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন৷ অধিনায়ক হরমনপ্রীতের প্রথমে বোলিং নেওয়ার সিদ্ধান্তকে দলের পক্ষে দারুণ ভাবে কার্যকরী করে দেন তিতাস৷ তাঁর আগুনে প্রথম স্পেলে ৩ উইকেটে কোমর ভেঙে যায় অজি ব্যাটিং লাইনআপের৷ Photo Courtesy-Titas Sadhu Facebook Account
advertisement
4/6
এদিন তিতাসের বোলিং পরিসংখ্যান ৪ ওভার ১৭ রান দিয়ে ৪ উইকেট৷   অজি মহিলা দল ২০ ওভারের আগেই অলআউট হয়ে যায়৷ ১৯.২ ওভারে ১৪১ রানে বান্ডিল হয়ে যায় তাঁদের ইনিংস৷ Photo Courtesy-Titas Sadhu Facebook Account
এদিন তিতাসের বোলিং পরিসংখ্যান ৪ ওভার ১৭ রান দিয়ে ৪ উইকেট৷   অজি মহিলা দল ২০ ওভারের আগেই অলআউট হয়ে যায়৷ ১৯.২ ওভারে ১৪১ রানে বান্ডিল হয়ে যায় তাঁদের ইনিংস৷ Photo Courtesy-Titas Sadhu Facebook Account
advertisement
5/6
এদিকে জয়ের জন্য ১৪২ রান দরকার এই টার্গেট তাড়া করতে নেমে ভারতীয় মেয়েরা মাত্র এক উইকেট খুইয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়৷ ১৭.৪ ওভারেই ম্যাচ পকেটে পুরে নেন হরমনপ্রীত, স্মৃতিরা৷ এদিন হরমনপ্রীত ৪৪ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন৷ অন্যদিকে স্মৃতিও হাফ সেঞ্চুরি করে নেন৷ তিনি ৫২ বলে ৫৪ করে আউট হন৷ Photo- File
এদিকে জয়ের জন্য ১৪২ রান দরকার এই টার্গেট তাড়া করতে নেমে ভারতীয় মেয়েরা মাত্র এক উইকেট খুইয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়৷ ১৭.৪ ওভারেই ম্যাচ পকেটে পুরে নেন হরমনপ্রীত, স্মৃতিরা৷ এদিন হরমনপ্রীত ৪৪ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন৷ অন্যদিকে স্মৃতিও হাফ সেঞ্চুরি করে নেন৷ তিনি ৫২ বলে ৫৪ করে আউট হন৷ Photo- File
advertisement
6/6
বাংলার তিতাস বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক মঞ্চে নিজের পারফরম্যান্স দিয়ে নজর কাড়ছেন৷ ফলে কুর্নিশ কিশোরী আগুনে বোলার৷ Photo Courtesy-Titas Sadhu Facebook Account
বাংলার তিতাস বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক মঞ্চে নিজের পারফরম্যান্স দিয়ে নজর কাড়ছেন৷ ফলে কুর্নিশ কিশোরী আগুনে বোলার৷ Photo Courtesy-Titas Sadhu Facebook Account
advertisement
advertisement
advertisement