Titas Sadhu: জিও তিতাস! আগুনে বোলিং বাঙালি পেসারের, অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিল ভারতের মেয়েরা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Titas Sadhu: বাঙালি বোলার যেন আগুন ঝরাচ্ছেন, আর ঝাঁঝে পুড়ে যাচ্ছে বিপক্ষ
advertisement
ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কউর ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন৷ তাঁর ডেপুটি ছিলেন তারকা ব্যাটার স্মৃতি মান্ধানা। অস্ট্রেলিয়া দলের ক্যাপ্টেন ছিলেন অ্যালিসা হিলি এবং সহ-অধিনায়ক তাহলিয়া ম্যাকগ্রা। ওডিআইতে হারের প্রতিশোধ হিসেবে টি টোয়েন্টিতে জয় দিয়ে অভিযান শুরু করলেন ভারতের মেয়েরা৷ Photo Courtesy-Titas Sadhu Facebook Account
advertisement
advertisement
advertisement
এদিকে জয়ের জন্য ১৪২ রান দরকার এই টার্গেট তাড়া করতে নেমে ভারতীয় মেয়েরা মাত্র এক উইকেট খুইয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়৷ ১৭.৪ ওভারেই ম্যাচ পকেটে পুরে নেন হরমনপ্রীত, স্মৃতিরা৷ এদিন হরমনপ্রীত ৪৪ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন৷ অন্যদিকে স্মৃতিও হাফ সেঞ্চুরি করে নেন৷ তিনি ৫২ বলে ৫৪ করে আউট হন৷ Photo- File
advertisement