Yuvraj Singh : সারা রাত হোটেলের রুমে..! বান্ধবীর গোলাপি চটি পায়েই...! তারকা ক্রিকেটারের 'কাণ্ড' জানাজানি

Last Updated:
Yuvraj Singh-Deepika Padukone- যুবরাজ জানিয়েছিলেন, ২০০৭-০৮ সালে অস্ট্রেলিয়া সফরের সময় প্রথম দুই টেস্টে খারাপ পারফর্ম করেছিলেন তিনি। তার পর বান্ধবীকে এড়িয়েই চলছিলেন তিনি। কিন্তু বান্ধবী হঠাৎ করেই হাজির হন যুবরাজের সামনে।
1/6
ভারতীয় ক্রিকেটে তাঁর অবদান কেউ কখনও ভুলবে না! বিশ্বকাপে তাঁর একের পর এক ইনিংস ছিল দেখার মতো। তবে সেই যুবরাজ সিংয়ের মাঠের বাইরের জীবন নিয়েও কিন্তু কম আলোচনা হয়নি।
ভারতীয় ক্রিকেটে তাঁর অবদান কেউ কখনও ভুলবে না! বিশ্বকাপে তাঁর একের পর এক ইনিংস ছিল দেখার মতো। তবে সেই যুবরাজ সিংয়ের মাঠের বাইরের জীবন নিয়েও কিন্তু কম আলোচনা হয়নি।
advertisement
2/6
ভারতের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং একটি শো-তে মজার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন। তিনি বলেছিলেন, একবার এক অভিনেত্রীর গোলাপী রঙের স্লিপার পরে এয়ারপোর্টে চলে গিয়েছিলেন। সেই অভিনেত্রী কে, তা নিয়েও বিস্তর জলঘোলা হয়েছিল।
ভারতের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং একটি শো-তে মজার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন। তিনি বলেছিলেন, একবার এক অভিনেত্রীর গোলাপী রঙের স্লিপার পরে এয়ারপোর্টে চলে গিয়েছিলেন। সেই অভিনেত্রী কে, তা নিয়েও বিস্তর জলঘোলা হয়েছিল।
advertisement
3/6
অনেকেই দাবি করেন, সেই অভিনেত্রী নাকি দীপিকা পাড়ুকোন। কারণ একটা সময় যুবরাজের সঙ্গে দীপিকার সম্পর্কের গুঞ্জন ছিল। ফলে সেই সময় দীপিকা ও যুবি একসঙ্গে হোটেলে ছিলেন বলেও গুঞ্জন শোনা যায়।
অনেকেই দাবি করেন, সেই অভিনেত্রী নাকি দীপিকা পাড়ুকোন। কারণ একটা সময় যুবরাজের সঙ্গে দীপিকার সম্পর্কের গুঞ্জন ছিল। ফলে সেই সময় দীপিকা ও যুবি একসঙ্গে হোটেলে ছিলেন বলেও গুঞ্জন শোনা যায়।
advertisement
4/6
যুবরাজ জানিয়েছিলেন, ২০০৭-০৮ সালে অস্ট্রেলিয়া সফরের সময় প্রথম দুই টেস্টে খারাপ পারফর্ম করেছিলেন তিনি। তার পর বান্ধবীকে এড়িয়েই চলছিলেন তিনি। কিন্তু বান্ধবী হঠাৎ করেই হাজির হন যুবরাজের সামনে। যুবরাজ তাঁকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেও পারেননি।
যুবরাজ জানিয়েছিলেন, ২০০৭-০৮ সালে অস্ট্রেলিয়া সফরের সময় প্রথম দুই টেস্টে খারাপ পারফর্ম করেছিলেন তিনি। তার পর বান্ধবীকে এড়িয়েই চলছিলেন তিনি। কিন্তু বান্ধবী হঠাৎ করেই হাজির হন যুবরাজের সামনে। যুবরাজ তাঁকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেও পারেননি।
advertisement
5/6
যুবরাজ বলেন, আমি সেই সময় এক অভিনেত্রীকে ডেট করছিলাম। তবে এখন তাঁর নাম বলব না। ও অ্যাডিলেডে শুটিং করছিল। আমি ওকে বললাম, এখন দেখা করব না, কারণ আমাকে খেলায় ফোকাস করতে হবে। ও কথা শুনল না। আমাকে অনুসরণ করল ক্যানবেরায়। আমি ওকে দেখেই বলে উঠলাম, 'তুমি এখানে কী করছ?' ও জবাব দিল, আমি তোমার সঙ্গে সময় কাটাতে চাই। আমিও বললাম, তা হলে চলো।’
যুবরাজ বলেন, আমি সেই সময় এক অভিনেত্রীকে ডেট করছিলাম। তবে এখন তাঁর নাম বলব না। ও অ্যাডিলেডে শুটিং করছিল। আমি ওকে বললাম, এখন দেখা করব না, কারণ আমাকে খেলায় ফোকাস করতে হবে। ও কথা শুনল না। আমাকে অনুসরণ করল ক্যানবেরায়। আমি ওকে দেখেই বলে উঠলাম, 'তুমি এখানে কী করছ?' ও জবাব দিল, আমি তোমার সঙ্গে সময় কাটাতে চাই। আমিও বললাম, তা হলে চলো।’
advertisement
6/6
যুবরাজ আরও বলেন, রাতে ওর সঙ্গে দেখা করি। গল্প করি। ও আমার স্যুটকেস প্যাক করে দেয়। এদিকে আমার ব্যাগ আগে চলে যায়। আমি ওকে সকালে তৈরি হয়ে জিজ্ঞেস করলাম, আমার জুতো কোথায়! ও বলল, আমি ভুল করে প্যাক করে ফেলেছি। তুমি আমার স্লিপার পরে যেতে পারো। তাকিয়ে দেখি ওর পায়ে গোলাপি স্লিপার। সেই গোলাপি চটি পরেই চলে যাই এয়ারপোর্টে।’
যুবরাজ আরও বলেন, রাতে ওর সঙ্গে দেখা করি। গল্প করি। ও আমার স্যুটকেস প্যাক করে দেয়। এদিকে আমার ব্যাগ আগে চলে যায়। আমি ওকে সকালে তৈরি হয়ে জিজ্ঞেস করলাম, আমার জুতো কোথায়! ও বলল, আমি ভুল করে প্যাক করে ফেলেছি। তুমি আমার স্লিপার পরে যেতে পারো। তাকিয়ে দেখি ওর পায়ে গোলাপি স্লিপার। সেই গোলাপি চটি পরেই চলে যাই এয়ারপোর্টে।’
advertisement
advertisement
advertisement