Yuvraj Singh : সারা রাত হোটেলের রুমে..! বান্ধবীর গোলাপি চটি পায়েই...! তারকা ক্রিকেটারের 'কাণ্ড' জানাজানি
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Yuvraj Singh-Deepika Padukone- যুবরাজ জানিয়েছিলেন, ২০০৭-০৮ সালে অস্ট্রেলিয়া সফরের সময় প্রথম দুই টেস্টে খারাপ পারফর্ম করেছিলেন তিনি। তার পর বান্ধবীকে এড়িয়েই চলছিলেন তিনি। কিন্তু বান্ধবী হঠাৎ করেই হাজির হন যুবরাজের সামনে।
advertisement
advertisement
advertisement
advertisement
যুবরাজ বলেন, আমি সেই সময় এক অভিনেত্রীকে ডেট করছিলাম। তবে এখন তাঁর নাম বলব না। ও অ্যাডিলেডে শুটিং করছিল। আমি ওকে বললাম, এখন দেখা করব না, কারণ আমাকে খেলায় ফোকাস করতে হবে। ও কথা শুনল না। আমাকে অনুসরণ করল ক্যানবেরায়। আমি ওকে দেখেই বলে উঠলাম, 'তুমি এখানে কী করছ?' ও জবাব দিল, আমি তোমার সঙ্গে সময় কাটাতে চাই। আমিও বললাম, তা হলে চলো।’
advertisement
যুবরাজ আরও বলেন, রাতে ওর সঙ্গে দেখা করি। গল্প করি। ও আমার স্যুটকেস প্যাক করে দেয়। এদিকে আমার ব্যাগ আগে চলে যায়। আমি ওকে সকালে তৈরি হয়ে জিজ্ঞেস করলাম, আমার জুতো কোথায়! ও বলল, আমি ভুল করে প্যাক করে ফেলেছি। তুমি আমার স্লিপার পরে যেতে পারো। তাকিয়ে দেখি ওর পায়ে গোলাপি স্লিপার। সেই গোলাপি চটি পরেই চলে যাই এয়ারপোর্টে।’