হার্ট অ্যাটাকে স্ত্রীর মৃত্যু, সুস্মিতা সেনের সঙ্গে প্রেম! আজও বহু মহিলার 'ক্রাশ' যে ক্রিকেটার
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Wasim Akram-Susmita Sen relation- আইপিএল যাঁর মস্তিষ্কপ্রসূত সেই ললিত মোদির সঙ্গেও একটা সময় সম্পর্কে জড়ান সুস্মিতা। তবে সেই সম্পর্কও শেষমেশ টিকল না। বিচ্ছেদ হয়েছে বলে শোনা যায়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ওয়াসিম আক্রম ও হুমা মুফতি ১৯৯৫ সালে লাহোরে বিয়ে করেন। ১৯৯৬ সালে আক্রম ও হুমার ঘরে পুত্র তৈমুরের জন্ম হয়। এর পর ২০০০ সালে তাঁর দ্বিতীয় পুত্র আকবরের জন্ম হয়। ওয়াসিম ও হুমা একসঙ্গে খুব খুশিই ছিলেন। দুজনকে প্রায়ই সামাজিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেলেও তাঁদের মেলামেশা বেশিদিন টেকেনি। ২০০৯ সালে হুমা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁর প্রচণ্ড জ্বর ছিল, যা সেরে ওঠার নামই করছিল না। তাঁকে চিকিৎসার জন্য পাকিস্তান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।
advertisement
কিন্তু বিমানটি যখন জ্বালানি ভরার জন্য চেন্নাইয়ে অবতরণ করে, তখন ওয়াসিম আক্রমের স্ত্রী হুমা মুফতি হৃদরোগে আক্রান্ত হন। এর পরই তাঁকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা শুরু হলেও তিনি আর সুস্থ হতে পারেনি। হুমা মুফতি ২৫ অক্টোবর ২০০৯ সকালে ভারতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স তখন ৪২। এর পর আক্রম ভেঙে পড়েন। একটা সময় তিনি মাদকাসক্ত হয়ে পড়েছিলেন।