২৫ কোটি আগেরবার, এবার ১১ কোটি টাকা! আইপিএল কাঁপাচ্ছে কেকেআরের 'প্রাক্তন'

Last Updated:
মিচেল স্টার্ককে এবার দলে নিয়েছে দিল্লি। তাঁকে দিল্লি দিয়েছে ১১.৭৫ কোটি টাকা। আর এবার সেই ২৫ কোটি টাকা পাওয়ার চাপ নিয়ে খেলতে হচ্ছে না। ফলে স্টার্ক যেন খোলস ছেড়ে বেরিয়েছেন।
1/6
২৪.৭৫ কোটি টাকা। গত মরশুমে রেকর্ড টাকা পেয়েছিলেন তিনি। আর গোটা মরশুম ধরে তাঁকে কথা শুনতে হয়েছিল। কারণ যে পরিমাণ টাকা তিনি পেয়েছিলেন, তার সমতূল্য পারফর্ম করতে পারছিলেন না। এমন অভিযোগ ছিল অনেকের। গতবার প্লে-অফ এবং ফাইনালে দুরন্ত পারফর্ম করেছিলেন মিচেল স্টার্ক। তবে তাতে কেকেআর সমর্থকদের মন ভরেনি।
২৪.৭৫ কোটি টাকা। গত মরশুমে রেকর্ড টাকা পেয়েছিলেন তিনি। আর গোটা মরশুম ধরে তাঁকে কথা শুনতে হয়েছিল। কারণ যে পরিমাণ টাকা তিনি পেয়েছিলেন, তার সমতূল্য পারফর্ম করতে পারছিলেন না। এমন অভিযোগ ছিল অনেকের। গতবার প্লে-অফ এবং ফাইনালে দুরন্ত পারফর্ম করেছিলেন মিচেল স্টার্ক। তবে তাতে কেকেআর সমর্থকদের মন ভরেনি।
advertisement
2/6
সেই স্টার্ককে এবার দলে নিয়েছে দিল্লি। তাঁকে দিল্লি দিয়েছে ১১.৭৫ কোটি টাকা। আর এবার সেই ২৫ কোটি টাকা পাওয়ার চাপ নিয়ে খেলতে হচ্ছে না। ফলে স্টার্ক যেন খোলস ছেড়ে বেরিয়েছেন। ৬ ম্যাচে এখনও ১০টি উইকেট নিয়েছেন।
সেই স্টার্ককে এবার দলে নিয়েছে দিল্লি। তাঁকে দিল্লি দিয়েছে ১১.৭৫ কোটি টাকা। আর এবার সেই ২৫ কোটি টাকা পাওয়ার চাপ নিয়ে খেলতে হচ্ছে না। ফলে স্টার্ক যেন খোলস ছেড়ে বেরিয়েছেন। ৬ ম্যাচে এখনও ১০টি উইকেট নিয়েছেন।
advertisement
3/6
বুধবার এবারের আইপিএলে প্রথম সুপার ওভার হয়। রাজস্থানের বিরুদ্ধে সেই সুপার ওভারে মাত্র ১১ রান দেন স্টার্ক। দিল্লি সেই রান তুলে ফেলে সহজেই। স্টার্ক শেষ ওভারে রাজস্থানকে জয়ের প্রয়োজনীয় ৯ রান তুলতে দেননি। আবার সেই স্টার্ক এবার এক ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন।
বুধবার এবারের আইপিএলে প্রথম সুপার ওভার হয়। রাজস্থানের বিরুদ্ধে সেই সুপার ওভারে মাত্র ১১ রান দেন স্টার্ক। দিল্লি সেই রান তুলে ফেলে সহজেই। স্টার্ক শেষ ওভারে রাজস্থানকে জয়ের প্রয়োজনীয় ৯ রান তুলতে দেননি। আবার সেই স্টার্ক এবার এক ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন।
advertisement
4/6
কেকেআরের খেলার সময় বারবার তাঁকে শুনতে হয়েছে ২৫ কোটি টাকার কথা। তখন তাঁর করা প্রতিটি ডেলিভারির হিসেব হত। এবার স্টার্কের উপর সেই চাপ নেই। স্টার্ক তাই এবার খোলা মনে পারফর্ম করতে পারছেনন বলে মনে করছেন অনেকে।
কেকেআরের খেলার সময় বারবার তাঁকে শুনতে হয়েছে ২৫ কোটি টাকার কথা। তখন তাঁর করা প্রতিটি ডেলিভারির হিসেব হত। এবার স্টার্কের উপর সেই চাপ নেই। স্টার্ক তাই এবার খোলা মনে পারফর্ম করতে পারছেন বলে মনে করছেন অনেকে।
advertisement
5/6
বুধবার রাতে রাজস্থানের বিরুদ্ধে ম্যাচের ২০তম ওভার ও সুপার ওভারে দুরন্ত বোলিং করে স্টার্ক এখন আলোচনার কেন্দ্রে। স্টার্কের প্রশংসা করে গেলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসনও।
বুধবার রাতে রাজস্থানের বিরুদ্ধে ম্যাচের ২০তম ওভার ও সুপার ওভারে দুরন্ত বোলিং করে স্টার্ক এখন আলোচনার কেন্দ্রে। স্টার্কের প্রশংসা করে গেলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসনও।
advertisement
6/6
মিচেল স্টার্ক দেশের জার্সিতে যা পারফর্ম করেন, আইপিএলে সেভাবে করতে পারেন না। এমন বদনাম রয়েছে তাঁর। তবে এবার যেন সেই বদনাম ঘোঁচাতেই নেমেছেন তিনি। সেই স্টার্ক ১২টা ইয়র্কারও করলেন। তাঁকে যেন এবার একেবারে মেজাজে পাওয়া যাচ্ছে।
মিচেল স্টার্ক দেশের জার্সিতে যা পারফর্ম করেন, আইপিএলে সেভাবে করতে পারেন না। এমন বদনাম রয়েছে তাঁর। তবে এবার যেন সেই বদনাম ঘোঁচাতেই নেমেছেন তিনি। সেই স্টার্ক ১২টা ইয়র্কারও করলেন। তাঁকে যেন এবার একেবারে মেজাজে পাওয়া যাচ্ছে।
advertisement
advertisement
advertisement