বন্ধুর বরের সঙ্গে প্রেম, গর্ভবতী! ক্রিকেটারের প্রেমিকা, এই অভিনেত্রীর হাজার 'কেচ্ছা'

Last Updated:
Amrita Arora scams- পাকিস্তানি ক্রিকেটার উসমান আফজালের সঙ্গে অমৃতার একটা সময় ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলেও জানা যায়। তবে বান্ধবীর বরের সঙ্গে প্রেম, গর্ভবতী হওয়া তাঁকে বদনাম করে অনেক বেশি।
1/6
বলিউডে তাঁকে খুব বেশি ছবিতে অভিনয় করতে দেখা যায়নি। করিনা কাপুর তাঁর প্রিয় বন্ধু। মালাইকা তাঁর দিদি। ছবি করার পাশাপাশি রিয়েলিটি শো-তেও দেখা গিয়েছে তাঁকে। ঠিকই ধরেছেন, অমৃতা অরোরার কথাই বলা হচ্ছে।
বলিউডে তাঁকে খুব বেশি ছবিতে অভিনয় করতে দেখা যায়নি। করিনা কাপুর তাঁর প্রিয় বন্ধু। মালাইকা তাঁর দিদি। ছবি করার পাশাপাশি রিয়েলিটি শো-তেও দেখা গিয়েছে তাঁকে। ঠিকই ধরেছেন, অমৃতা অরোরার কথাই বলা হচ্ছে।
advertisement
2/6
২০০২ সালে বলিউড ডেবিউ হয় তাঁর। ‘কিতনে দূর কিতনে পাস’ ছবির মাধ্যমে। প্রথম ছবি খুব বেশি ব্যবসা দেয়নি৷ কিন্তু প্রচারের আলোয়ে এসেছিলেন অমৃতা৷ ২০০৯-তে বিয়ে হয় তাঁর৷ পাত্র শাকিল লাদাক৷
২০০২ সালে বলিউড ডেবিউ হয় তাঁর। ‘কিতনে দূর কিতনে পাস’ ছবির মাধ্যমে। প্রথম ছবি খুব বেশি ব্যবসা দেয়নি৷ কিন্তু প্রচারের আলোয়ে এসেছিলেন অমৃতা৷ ২০০৯-তে বিয়ে হয় তাঁর৷ পাত্র শাকিল লাদাক৷
advertisement
3/6
বন্ধুর স্বামীর সঙ্গে মিশতে গিয়ে নাকি তাঁর হয়ে যায় প্রেম! এতটাই ঘনিষ্ট হল সম্পর্ক যে প্রেগন্যান্ট হলেন নায়িকা৷ এই নিয়ে বিস্তর জলঘোলা হয়ে যায়।
বন্ধুর স্বামীর সঙ্গে মিশতে গিয়ে নাকি তাঁর হয়ে যায় প্রেম! এতটাই ঘনিষ্ট হল সম্পর্ক যে প্রেগন্যান্ট হলেন নায়িকা৷ এই নিয়ে বিস্তর জলঘোলা হয়ে যায়।
advertisement
4/6
শাকিলের প্রাক্তন স্ত্রী অমৃতাকে নিয়ে করেছিলেন ভয়ঙ্কর অভিযোগ৷ জানিয়েছিলেন,অমৃতার সঙ্গে শাকিলের সম্পর্কের কারণেই সংসার ভেঙে গিয়েছিল তাঁর। শাকিলের স্ত্রী নিশা অমৃতার বন্ধু ছিলেন।
শুধু তিনি নন, তাঁর দিদির জীবনেও রয়েছে নানা কাহিনি৷ ডিভোর্সের পর বয়সে ছোট ছেলের সঙ্গে প্রেম এবং সেই প্রেমও ভেঙে চুড়মার৷ ফলে বলিউডে জনপ্রিয় দুই বোনের জীবনে রয়েছে অনেক গল্প৷
advertisement
5/6
পাকিস্তানি ক্রিকেটার উসমান আফজালের সঙ্গে অমৃতার একটা সময় ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলেও জানা যায়। তবে বান্ধবীর বরের সঙ্গে প্রেম, গর্ভবতী হওয়া তাঁকে বদনাম করে অনেক বেশি।
পাকিস্তানি ক্রিকেটার উসমান আফজালের সঙ্গে অমৃতার একটা সময় ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলেও জানা যায়। তবে বান্ধবীর বরের সঙ্গে প্রেম, গর্ভবতী হওয়া তাঁকে বদনাম করে অনেক বেশি।
advertisement
6/6
শোনা যায়, অমৃতা যখন শাকিলের প্রেমে পড়েন, তখন তিনি উসমানের সঙ্গে সম্পর্কে ছিলেন। এ ও শোনা যায়, অমৃতার সঙ্গে যখন উসমানের বিবাহ বিচ্ছেদ হয় সেই সময় অমৃতা গর্ভবতী ছিলেন।
শোনা যায়, অমৃতা যখন শাকিলের প্রেমে পড়েন, তখন তিনি উসমানের সঙ্গে সম্পর্কে ছিলেন। এমনও ও শোনা যায়, অমৃতার সঙ্গে যখন উসমানের বিবাহ বিচ্ছেদ হয় সেই সময় অমৃতা গর্ভবতী ছিলেন।
advertisement
advertisement
advertisement