Bangladesh : সাবধান বাংলাদেশ! বিশ্বকাপ খেলতে ভারতে না এলে কী কী হতে পারে? ছেড়ে কথা বলবে না আইসিসি, কড়া নিয়ম
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Bangladesh : জয় শাহর আইসিসি কি নির্বাসিত করতে পারে বাংলাদেশকে? ঘটনাচক্রে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো পড়েছে কলকাতার ইডেনে। তবে বাংলাদেশ আর ভারতে আসতে চাইছে না।
রবিবার (৪ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ গ্রুপ সি-এর ম্যাচগুলি ভারতের বাইরে স্থানান্তরের অনুরোধ করেছে আইসিসিকে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৬ সালের আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সময়সূচি তৈরির প্রক্রিয়া শুরু করেছে বলে জানা যাচ্ছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
দ্বিতীয় সম্ভাবনা- ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইটালি, ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড বিরুদ্ধে, ১৭ ফেব্রুয়ারি নেপালের বিরুদ্ধে নামার কথা বাংলাদেশের। তবে বাংলাদেশ খেলতে না এলে তাদের বিপক্ষ দল পুরো পয়েন্ট পাবে। কারণ সেক্ষেত্রে বাংলাদেশ ওয়াক ওভার দিয়েছে বলে ধরা হবে। ২০০৩ বিশ্বকাপে জিম্বাবোয়ে যেতে রাজি ছিল না ইংল্যান্ড। ফলে ওয়াকওভার দিয়েছিল ইংল্যান্ড।
advertisement
তৃতীয় সম্ভাবনা- ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়া খেলতে যায়নি। ফলে সেই জায়গায় আয়ারল্যান্ডকে নেওয়া হয়েছিল। কিন্তু এবার সেটা করতে গেলে সমস্যা আছে। এবার বিশ্বকাপ ২০টি দলের। এর বাইরে স্কটল্যান্ড বা জার্সির মতো দল ছাড়া ক্রিকেট খেলা দেশ সেভাবে নেই। ফলে বাংলাদেশকে বাদ দিয়ে অন্য কোনও দলকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করাটাও চাপের হতে পারে আইসিসি-র জন্য।








