• বিশ্বকাপের প্রথম ম্যাচেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া ৷ সাউথ আফ্রিকার বিরুদ্ধে ৬ উইকেটে সহজ জয় পেয়েছে দেশ ৷
2/ 7
• তবে শুধুই দূর্দান্ত জয় নয়, আরও একটি কারণের জন্য মন জিতে নিয়েছে এই ম্যাচ ৷ তার কারণ হল ধোনির গ্লাভস ৷
3/ 7
• ধোনির সেনাবাহিনীর প্রতীর কথা সকলেরই জানা ৷ ২০১১তে ধোনিকে সম্মানসূচক কর্নেলেরে পদ দেওয়া হয়। সেই সময় তিনি বেশ কিছুদিন প্যারা রেজিমেন্টের সঙ্গে ট্রেনিংও করেন।
4/ 7
• প্রাক্তন অধিনায়ক তাঁর সেনাবাহিনীতে যোগদানের ইচ্ছার কথাও বলেছেন বহুবার ৷
5/ 7
• এবার সেই সেনাবাহিনীকে শ্রদ্ধা জানিয়ে বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচেই সেনাবাহিনীর বলিদানের প্রতিকৃতি আঁকা গ্লাভস পরেছিলেন এম এস ধোনি ৷
6/ 7
• বুধবার সাদাম্পটনে আন্দিল ফেলুকওয়াওকে স্টাম্প আউট করার সময় ধোনির গ্লাভসটি আরও স্পষ্টভাবে ধরা পড়ে ক্যামেরায় ৷
7/ 7
• সঙ্গে সঙ্গে সেই ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ৷ ধোনির এই সিদ্ধান্তের জন্য তাঁকে কুর্নিশ জানায় সোশ্যাল মিডিয়া ৷