থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি। কয়েকদিন পরই ইংল্যান্ডে কমেন্ট্রি অ্যাসাইনমেন্টে যাওয়ার কথা ছিল তাঁর। তার আগেই থাইল্যান্ডে হোটেলের ঘরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার কিংবনদন্তি স্পিনারের মৃত্যুর ঘটনা এখনও যেন বিশ্বাস করে উঠতে পারছেনা গোটা বিশ্ব!
2/ 6
এবার শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে নতুন রহস্য ঘনীভূত হয়েছে। থাইল্যান্ডে যে হোটেলের ঘরে ওয়ার্ন ছিলেন, সেখানে মেঝে, বালিশ ও তোয়ালেতে রক্তের ছিঁটে ছিল বলে জানিয়েছে পুলিশ।
3/ 6
শেন ওয়ার্ন হাঁপানিতে ভুগছিলেন। এছাড়া তাঁর হৃদপিণ্ডে সমস্যা ছিল বলেও জানিয়েছে থাইল্যান্ড পুলিশ।
4/ 6
পুলিশ আরও জানিয়েছে, মৃত্যুর আগে বুকে ব্যথা হয়েছিল ওয়ার্নের। তিনি সম্ভবত সেই ব্যথা উপেক্ষা করেছিলেন। হয়তো ভেবেছিলেন, সিরিয়াস কিছু নয়।
5/ 6
৫২ বছর বয়সী ওয়ার্ন হৃদপিণ্ডে সমস্যার জন্য চিকিত্সকদের পরামর্শ নিচ্ছিলেন বলেও জানিয়েছে পুলিশ।
6/ 6
একটা সময় বেহিসাবী জীবন যাপন করতেন ওয়ার্ন। তবে গত কয়েক মাস ধরে নির্ধারিত ডায়েট মেনে চলছিলেন। তবুও শেষরক্ষা হল না। শেষ পর্যন্ত হৃদযন্ত্রের সমস্যাই কাল হয়ে দাঁড়াল।