বড় খবর! ভারতীয় দলের তারকা ক্রিকেটারকে এবার সিআইডি-র ডাক! চমকে দেওয়া ঘটনা

Last Updated:
Shubhman Gill- শুভমান আপাতত অস্ট্রেলিয়ায়। ভারতীয় দল বর্ডার-গাভাসকর ট্রফির শেষ টেস্ট খেলবে। শুভমান দেশে ফিরলেই তাঁকে ডাকতে পারে সিআইডি।
1/7
 প্রায় ৪৫০ কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগ। আর তার জেরেই এবার ভারতীয় দলের তারকা ওপেনার-সব চারজনকে ডেকে পাঠাতে পারে গুজরাত সিআইডি।
প্রায় ৪৫০ কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগ। আর তার জেরেই এবার ভারতীয় দলের তারকা ওপেনার-সব চারজনকে ডেকে পাঠাতে পারে গুজরাত সিআইডি।
advertisement
2/7
ভারতীয় ক্রিকেট দলের তরুণ ওপেনার শুভমন গিলকে তলব করতে পারে গুজরাত সিআইডি। তাঁর সঙ্গে ডাকা হতে পারে আইপিএলের দল গুজরাত টাইটানসের তিন ক্রিকেটার সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া এবং মোহিত শর্মাকে।
ভারতীয় ক্রিকেট দলের তরুণ ওপেনার শুভমন গিলকে তলব করতে পারে গুজরাত সিআইডি। তাঁর সঙ্গে ডাকা হতে পারে আইপিএলের দল গুজরাত টাইটানসের তিন ক্রিকেটার সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া এবং মোহিত শর্মাকে।
advertisement
3/7
সূত্রের খবর, পনজি স্কিমে আর্থিক প্রতারণার দায়ে ভূপেন্দ্রসিং জালা নামে এক ব্যক্তি গ্রেফতার হয়। তাঁকে জেরা করেই ওই চার ক্রিকেটারের নাম উঠে এসেছে। জেরায় ভূপেন্দ্র সিং জানিয়েছে, শুভমান এবং বাকি খেলোয়াড়েরা বিনিয়োগ করেছিলেন ওই স্কিমে।
সূত্রের খবর, পনজি স্কিমে আর্থিক প্রতারণার দায়ে ভূপেন্দ্রসিং জালা নামে এক ব্যক্তি গ্রেফতার হয়। তাঁকে জেরা করেই ওই চার ক্রিকেটারের নাম উঠে এসেছে। জেরায় ভূপেন্দ্র সিং জানিয়েছে, শুভমান এবং বাকি খেলোয়াড়েরা বিনিয়োগ করেছিলেন ওই স্কিমে।
advertisement
4/7
চিটফান্ডে বিনিয়োগ করা কারও টাকাই ফেরত দিতে পারেনি ভূপেন্দ্র। শুভমান ২ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন বলে খবর। তবে বাকিদের বিনিয়োগের অঙ্ক শুভমানের থেকে কম।
চিটফান্ডে বিনিয়োগ করা কারও টাকাই ফেরত দিতে পারেনি ভূপেন্দ্র। শুভমান ২ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন বলে খবর। তবে বাকিদের বিনিয়োগের অঙ্ক শুভমানের থেকে কম।
advertisement
5/7
শুভমান আপাতত অস্ট্রেলিয়ায়। ভারতীয় দল বর্ডার-গাভাসকর ট্রফির শেষ টেস্ট খেলবে। শুভমান দেশে ফিরলেই তাঁকে ডাকতে পারে সিআইডি।
শুভমান আপাতত অস্ট্রেলিয়ায়। ভারতীয় দল বর্ডার-গাভাসকর ট্রফির শেষ টেস্ট খেলবে। শুভমান দেশে ফিরলেই তাঁকে ডাকতে পারে সিআইডি।
advertisement
6/7
সূত্রের খবর, প্রায় ৪৫০ কোটি টাকার আর্থিক প্রতারণা করেছে ভূপেন্দ্র। গুজরাতের তালোদ, হিম্মতনগর, ভদোদরায় অফিস খুলে বিনিয়োগকারীদের থেকে টাকা তুলতে সে। গোটা গুজরাতজুড়ে চিটফান্ড-এর জাল ছড়িয়েছিল ভূপেন্দ্র।
সূত্রের খবর, প্রায় ৪৫০ কোটি টাকার আর্থিক প্রতারণা করেছে ভূপেন্দ্র। গুজরাতের তালোদ, হিম্মতনগর, ভদোদরায় অফিস খুলে বিনিয়োগকারীদের থেকে টাকা তুলতে সে। গোটা গুজরাতজুড়ে চিটফান্ড-এর জাল ছড়িয়েছিল ভূপেন্দ্র।
advertisement
7/7
ভূপেন্দ্র-সহ মোট সাতজনকে হেফাজতে নিয়েছে সিআইডি। প্রায় ১০০ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি করেছিল ভূপেন্দ্র।
ভূপেন্দ্র-সহ মোট সাতজনকে হেফাজতে নিয়েছে সিআইডি। প্রায় ১০০ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি করেছিল ভূপেন্দ্র।
advertisement
advertisement
advertisement