Shubman Gill: প্রেমের শহরে রাত কাটাচ্ছেন শুভমান গিল, সঙ্গে মনের মানুষ! এক রাতের খরচ জানলে চমকে যাবেন

Last Updated:
Shubman Gill: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর এক মাসের ছুটিতে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। চুটিয়ে ছুটি উপভোগ করছেন টিম ইন্ডিয়ার তরুণ তারকা শুভমান গিল।ওয়েস্ট সফরের আগে প্রেমের শহর প্যারিসে ঘুরতে গিয়েছেন শুভমান গিল। সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবিও শেয়ার করেছেন তারকা ব্যাটার।
1/8
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর এক মাসের ছুটিতে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। চুটিয়ে ছুটি উপভোগ করছেন টিম ইন্ডিয়ার তরুণ তারকা শুভমান গিল।       ছবি সৌ: শুভমান গিল ইনস্টাগ্রাম
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর এক মাসের ছুটিতে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। চুটিয়ে ছুটি উপভোগ করছেন টিম ইন্ডিয়ার তরুণ তারকা শুভমান গিল। ছবি সৌ: শুভমান গিল ইনস্টাগ্রাম
advertisement
2/8
ওয়েস্ট সফরের আগে প্রেমের শহর প্যারিসে ঘুরতে গিয়েছেন শুভমান গিল। সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবিও শেয়ার করেছেন তারকা ব্যাটার।                   ছবি সৌ: শুভমান গিল ইনস্টাগ্রাম
ওয়েস্ট সফরের আগে প্রেমের শহর প্যারিসে ঘুরতে গিয়েছেন শুভমান গিল। সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবিও শেয়ার করেছেন তারকা ব্যাটার। ছবি সৌ: শুভমান গিল ইনস্টাগ্রাম
advertisement
3/8
 প্রেমের শহরে থাকার পাশাপাশি পোশাকেও প্রেমের বার্তা দিচ্ছেন গিল। এই ছবিটিতে গিলের টি-শার্টে লেখান 'Love My Way'। যা নেট দুনিয়ায় সকলেই পছন্দ করেছেন।            ছবি সৌ: শুভমান গিল ইনস্টাগ্রাম
প্রেমের শহরে থাকার পাশাপাশি পোশাকেও প্রেমের বার্তা দিচ্ছেন গিল। এই ছবিটিতে গিলের টি-শার্টে লেখান 'Love My Way'। যা নেট দুনিয়ায় সকলেই পছন্দ করেছেন। ছবি সৌ: শুভমান গিল ইনস্টাগ্রাম
advertisement
4/8
প্যারিসে গিয়ে যে হোটেলের রয়েছেন শুভমান গিল তা এককথায় রাজকীয় বললেও কম বলা হবে। গিলের ঘরের জানালা থেকে স্পষ্ট দেখা যায় আইফেল টাওয়ার।                ছবি সৌ: শুভমান গিল ইনস্টাগ্রাম
প্যারিসে গিয়ে যে হোটেলের রয়েছেন শুভমান গিল তা এককথায় রাজকীয় বললেও কম বলা হবে। গিলের ঘরের জানালা থেকে স্পষ্ট দেখা যায় আইফেল টাওয়ার। ছবি সৌ: শুভমান গিল ইনস্টাগ্রাম
advertisement
5/8
প্যারিসে নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছেন শুভমান গিল। সেখান থেকে নানা রকম ছবিও শেয়ার করছেন। মাচো লুকে গিলের এক একটি ছবি নেট দুনিয়ায় ঝড় তুলছে।             ছবি সৌ: শুভমান গিল ইনস্টাগ্রাম
প্যারিসে নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছেন শুভমান গিল। সেখান থেকে নানা রকম ছবিও শেয়ার করছেন। মাচো লুকে গিলের এক একটি ছবি নেট দুনিয়ায় ঝড় তুলছে। ছবি সৌ: শুভমান গিল ইনস্টাগ্রাম
advertisement
6/8
লিওনেল মেসির সদ্য প্রাক্তন ক্লান পিএসজিতেও ঘুরতে গিয়েছিলেম শুভমান গিল। ফরাসী ক্লাবের তরফ থেকে গিলকে সাত নম্বর ও গিল লেখা একটি জার্সি উপহার দেওয়া হয়েছে।           ছবি সৌ: শুভমান গিল ইনস্টাগ্রাম
লিওনেল মেসির সদ্য প্রাক্তন ক্লান পিএসজিতেও ঘুরতে গিয়েছিলেম শুভমান গিল। ফরাসী ক্লাবের তরফ থেকে গিলকে সাত নম্বর ও গিল লেখা একটি জার্সি উপহার দেওয়া হয়েছে। ছবি সৌ: শুভমান গিল ইনস্টাগ্রাম
advertisement
7/8
প্যারিসে যে হোটেলটিতে উঠেছেন গিল তার অন্দরের নানা ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। হোটেলটির এক রাতের ভাড়া জানলে অবকা হবেন। ভারতীয় টাকায় ৬.৩০ লক্ষ টাকা প্রতি দিন।          ছবি সৌ: শুভমান গিল ইনস্টাগ্রাম
প্যারিসে যে হোটেলটিতে উঠেছেন গিল তার অন্দরের নানা ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। হোটেলটির এক রাতের ভাড়া জানলে অবকা হবেন। ভারতীয় টাকায় ৬.৩০ লক্ষ টাকা প্রতি দিন। ছবি সৌ: শুভমান গিল ইনস্টাগ্রাম
advertisement
8/8
তবে ছুটিতে প্রেমের শহর প্যারিসে বেড়াকে গেলেও মনের মানুষের সঙ্গে গিয়েছেন কিনা, বা কার সঙ্গে গিয়েছেন সেই সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি। তবে ছুটি চুটিয়ে উপভোগ করছেন গিল।              ছবি সৌ: শুভমান গিল ইনস্টাগ্রাম
তবে ছুটিতে প্রেমের শহর প্যারিসে বেড়াকে গেলেও মনের মানুষের সঙ্গে গিয়েছেন কিনা, বা কার সঙ্গে গিয়েছেন সেই সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি। তবে ছুটি চুটিয়ে উপভোগ করছেন গিল। ছবি সৌ: শুভমান গিল ইনস্টাগ্রাম
advertisement
advertisement
advertisement