IND vs SA: টি-২০ সিরিজের আগে ভাল খবর! শক্তি বাড়ছে ভারতের! ফিরছেন মহাতারকা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs SA: তার আসা ভারতীয় দলের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। তার অলরাউন্ড ক্ষমতা বিশেষত টি-২০ ফরম্যাটে দলের ভারসাম্য গড়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া দীর্ঘ ইনজুরি কাটিয়ে অবশেষে পুরোপুরি ফিট হয়ে উঠেছেন। তিনি শিগগিরই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন ২০২৫-২৬ সৈয়দ মুস্তাক আলি ট্রফির দিয়ে। পিটিআই জানিয়েছে, পাণ্ডিয়ার জাতীয় দলে ফেরাটাও প্রায় নিশ্চিত, বিশেষ করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী ৯ ডিসেম্বর শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে।
advertisement
advertisement
ইনজুরি থেকে ফেরার প্রস্তুতিতে পাণ্ডিয়া বেশিরভাগ সময় কাটিয়েছেন বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্সে। সেখানে ২১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত তিনি পূর্ণ রিহ্যাব এবং ‘রিটার্ন টু প্লে’ প্রোটোকল সম্পন্ন করেন। বিসিসিআই–এর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তিনি ব্যাটিং ও বোলিং—দুটোর জন্যই চিকিৎসকদের সবুজ সংকেত পেয়েছেন।
advertisement
advertisement







