Team India Halloween Party: ভামিকা না পরী? Halloween-এ মেয়েকে সাজালেন মা Anushka! টিম ইন্ডিয়ার 'Cute' ছবি মুহূর্তে Viral...

Last Updated:
Team India Halloween Party: ভারতীয় ক্রিকেটারদের দেখা গেল একদম অন্য মেজাজে পরিবারের সঙ্গে হ্যালোইন উদযাপনে।
1/8
নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাস্ট উইন ম্যাচের আগে অন্য ছবিতে ধরা পড়ল ভারতীয় ক্রিকেট দল (Team India Halloween Party)। ভারতীয় খেলোয়াড়দের দেখা গেল একদম অন্য মেজাজে পরিবারের সঙ্গে হ্যালোইন উদযাপনে। বিরাট-জায়া অনুষ্কা শর্মা সেই ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে খেলোয়াড়দের দেখা গেল খোশ মেজাজে, সপরিবারে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাস্ট উইন ম্যাচের আগে অন্য ছবিতে ধরা পড়ল ভারতীয় ক্রিকেট দল (Team India Halloween Party)। ভারতীয় খেলোয়াড়দের দেখা গেল একদম অন্য মেজাজে পরিবারের সঙ্গে হ্যালোইন উদযাপনে। বিরাট-জায়া অনুষ্কা শর্মা সেই ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে খেলোয়াড়দের দেখা গেল খোশ মেজাজে, সপরিবারে।
advertisement
2/8
অনুষ্কা শর্মা হ্যালোইন উৎসবে তার ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন। বাচ্চাদের ছবিগুলো শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে। এতে বিরাট ও তার মেয়ে ভামিকাকে ফেয়ারির পোশাকে দেখা যাচ্ছে। ছবিতে অন্য ক্রিকেটারদের সন্তানদের সঙ্গে দেখা যায় ভামিকাকে।
অনুষ্কা শর্মা হ্যালোইন উৎসবে তার ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন। বাচ্চাদের ছবিগুলো শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে। এতে বিরাট ও তার মেয়ে ভামিকাকে ফেয়ারির পোশাকে দেখা যাচ্ছে। ছবিতে অন্য ক্রিকেটারদের সন্তানদের সঙ্গে দেখা যায় ভামিকাকে।
advertisement
3/8
advertisement
4/8
advertisement
5/8
অন্য একটি গ্রুপ ফটোতে অনুষ্কাকে দেখা যাচ্ছে মেয়ে ভামিকাকে কোলে করে আছেন। বিরাট, রোহিত তার স্ত্রী রিতিকা সাজদেহ, তাদের মেয়ে সামাইরা, আর অশ্বিনের স্ত্রী পৃথ্বী নারায়ণন এবং তাদের মেয়ে আধ্যা এবং আখিরাকেও এই ছবিতে দেখা যাচ্ছে। এটি শেয়ার করে অনুষ্কা লিখেছেন, ‘এবং আমাদের দিক থেকেও’।
অন্য একটি গ্রুপ ফটোতে অনুষ্কাকে দেখা যাচ্ছে মেয়ে ভামিকাকে কোলে করে আছেন। বিরাট, রোহিত তার স্ত্রী রিতিকা সাজদেহ, তাদের মেয়ে সামাইরা, আর অশ্বিনের স্ত্রী পৃথ্বী নারায়ণন এবং তাদের মেয়ে আধ্যা এবং আখিরাকেও এই ছবিতে দেখা যাচ্ছে। এটি শেয়ার করে অনুষ্কা লিখেছেন, ‘এবং আমাদের দিক থেকেও’।
advertisement
6/8
advertisement
7/8
একই সঙ্গে নাতাশা স্ট্যানকোভিচ তার ছেলে আগস্টের একটি সাদা চাদর পরা ভূতের ছবি শেয়ার করেছেন। জানা গিয়েছে, বিরাট কোহলি থেকে শুরু করে রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণরা হ্যালোউইন পার্টি উদযাপন করেছেন। তারা তাদের কাছের মানুষদের সঙ্গে কিছুটা হালকা মুহূর্ত কাটিয়েছেন।
একই সঙ্গে নাতাশা স্ট্যানকোভিচ তার ছেলে আগস্টের একটি সাদা চাদর পরা ভূতের ছবি শেয়ার করেছেন। জানা গিয়েছে, বিরাট কোহলি থেকে শুরু করে রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণরা হ্যালোউইন পার্টি উদযাপন করেছেন। তারা তাদের কাছের মানুষদের সঙ্গে কিছুটা হালকা মুহূর্ত কাটিয়েছেন।
advertisement
8/8
হ্যালোইন পার্টিতে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে অনুষ্কা শর্মা, রিতিকা সাজদেহ এবং নাতাসা স্ট্যানকোভিচের বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে ইন্টারনেটে। ভারতীয় ক্রিকেট তারকাদের 'কিউট' শিশুদের ছবিগুলি অবশ্যই 'সুপার' সানডেতে অত্যন্ত আনন্দের সঙ্গে দিনটিকে উজ্জ্বল করবে।
হ্যালোইন পার্টিতে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে অনুষ্কা শর্মা, রিতিকা সাজদেহ এবং নাতাসা স্ট্যানকোভিচের বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে ইন্টারনেটে। ভারতীয় ক্রিকেট তারকাদের 'কিউট' শিশুদের ছবিগুলি অবশ্যই 'সুপার' সানডেতে অত্যন্ত আনন্দের সঙ্গে দিনটিকে উজ্জ্বল করবে।
advertisement
advertisement
advertisement