T20 World Cup Terror Threat: টি টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে জঙ্গি হানার সম্ভাবনা, উত্তর পাকিস্তান এল হুমকি, কারা দিল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
T20 World Cup Terror Threat: ইন্টেলের পক্ষ থেকে প্রো আইএস মিডিয়া এমনতি আইএস খোরাসানের পক্ষ থেকে এই হামলার হুমকির খবর দেওয়া হচ্ছে৷
T20 World Cup Terror Threat: টি টোয়েন্টি বিশ্বকাপের আসর এবার বসেছে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে৷ বাইশ গজে বল গড়ানোর আগে চরম সংবাদ সামনে৷ ওয়েস্টইন্ডিজের টি টোয়েন্টি বিশ্বকাপে জঙ্গি হানার আশঙ্কায় তটস্থ সব মহল৷ ইন্টেলের পক্ষ থেকে প্রো আইএস মিডিয়া এমনতি আইএস খোরাসানের পক্ষ থেকে এই হামলার হুমকির খবর দেওয়া হচ্ছে৷
advertisement
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এক মাসেরও কম সময় বাকি আছে৷ এরই মধ্যে আইসিসি টুর্নামেন্টটি ঘিরে আশঙ্কা জারি হয়েছে৷ জঙ্গি হামলার ছায়া সংক্রান্ত রিপোর্ট সামনে এসেছে৷ যেখানে জানা গেথে ক্রিকেটের এই বিশাল ইভেন্ট বাধাগ্রস্ত করার হুমকি দেওয়া হচ্ছে। ক্রিকবাজ রিপোর্ট অনুসারে করেছে যে গোয়েন্দারা আফগানিস্তান-পাকিস্তান শাখা আইএস-খোরাসান (আইএস-কে) সহ ইসলামিক স্টেট (আইএস)পন্থী মিডিয়া উৎস থেকে সম্ভাব্য হুমকির খবর এসেছে৷ এই হুমকি থেকে এবার ক্রীড়া দুনিয়ার ইভেন্টেও হিংসার আক্রমণের ছায়া আসছে৷
advertisement
advertisement
advertisement
ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কিথ রাউলি সহ ক্যারিবিয়ান নেতারা সম্ভাব্য জঙ্গি হামলার মোকাবিলায় নিরাপত্তা সংস্থার সঙ্গে কাজ করছেন। আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তারাও সক্রিয়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ত্রিনিদাদের ডেইলি এক্সপ্রেসের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে তাদের প্রধানমন্ত্রী, রাউলি, বিশ্বকাপের সম্ভাব্য হুমকি মোকাবিলায় ক্যারিকম (ক্যারিবিয়ান সম্প্রদায়) এবং নিরাপত্তা সংস্থার মধ্যে সহযোগিতা নিশ্চিত করেছেন। পাশাপাশি রিপোর্ট ইঙ্গিত করেছে যে বার্বাডোজের আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তারা পরিস্থিতি নজরে রেখেছেন৷
advertisement
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪- ২ রা জুন শুরু হবে৷ এটি চলবে ২৯ জুন পর্যন্ত৷ এটি অ্যান্টিগুয়া এবং বারবুডা, গায়ানা, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইনস এবং ওয়েস্ট ইন্ডিজের ত্রিনিদাদ ও টোবাগোতে অনুষ্ঠিত হবে। এছাড়াও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, নিউ ইয়র্ক এবং টেক্সাসেও ম্যাচ খেলা হবে৷ ম্যাচগুলো নির্ধারিত রয়েছে। বর্তমানে অবশ্য মার্কিন ভেন্যুতে কোনও নির্দিষ্ট হুমকির খবর পাওয়া যায়নি।