India vs England: ভারত-ইংল্যান্ড বদলার সেমিফাইনালে দুই অধিনায়কের এত মিল! এই তথ্য অবাক করার মত

Last Updated:
T20 World Cup 2024 India vs England Semifinal: ফাইনালের ওঠার মহারণে একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ দুই অধিনায়ক। কিন্তু সেমির আগে একটি তথ্য সামনে এসেছে যা রীতিমত অবাক হয়ে যাবেন জানলে।
1/6
আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই আইসিসি টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় মেগা সেমি ফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। রোহিত শর্মা ও জস বাটলারের তারকাখোচিত দলের দ্বৈরথ ঘিরে চড়ছে পারদ।
আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই আইসিসি টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় মেগা সেমি ফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। রোহিত শর্মা ও জস বাটলারের তারকাখোচিত দলের দ্বৈরথ ঘিরে চড়ছে পারদ।
advertisement
2/6
ম্যাচটি ভারতীয় সময় ২৭ জুন রাত ৮টা থেকে গায়ানায় হবে মেগা ম্যাচ। ২০২২ টি-২০ বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে হেরেই বিদায় নিতে হয়েছিল ভারতকে। ফলে আরও একটি বদলার ম্যাচ ভারতের সামনে।
ম্যাচটি ভারতীয় সময় ২৭ জুন রাত ৮টা থেকে গায়ানায় হবে মেগা ম্যাচ। ২০২২ টি-২০ বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে হেরেই বিদায় নিতে হয়েছিল ভারতকে। ফলে আরও একটি বদলার ম্যাচ ভারতের সামনে।
advertisement
3/6
ফাইনালের ওঠার মহারণে একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ দুই অধিনায়ক। কিন্তু সেমির আগে একটি তথ্য সামনে এসেছে যা রীতিমত অবাক হয়ে যাবেন জানলে। রোহিত শর্মা ও জস বাটলারের এত মিল প্রতিযোগিতায় কল্পনাও করতে পারবেন না।
ফাইনালের ওঠার মহারণে একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ দুই অধিনায়ক। কিন্তু সেমির আগে একটি তথ্য সামনে এসেছে যা রীতিমত অবাক হয়ে যাবেন জানলে। রোহিত শর্মা ও জস বাটলারের এত মিল প্রতিযোগিতায় কল্পনাও করতে পারবেন না।
advertisement
4/6
এখনও পর্যন্ত ভারত ও ইংল্যান্ড মোট ৬টি করে ম্যাচ খেলেছে। দুই দলেরই একটি করে ম্যাচ বাতিল হয়েছে। রোহিত শর্মা এবং জস বাটলার দুই দলের দুই অধিনায়কই দলকে সামনে থেকে নেতৃত্ব দেন ওপেনার হিসেবে ব্যাট করে।
এখনও পর্যন্ত ভারত ও ইংল্যান্ড মোট ৬টি করে ম্যাচ খেলেছে। দুই দলেরই একটি করে ম্যাচ বাতিল হয়েছে। রোহিত শর্মা এবং জস বাটলার দুই দলের দুই অধিনায়কই দলকে সামনে থেকে নেতৃত্ব দেন ওপেনার হিসেবে ব্যাট করে।
advertisement
5/6
 টি২০ বিশ্বকাপে ৬টি ইনিংসে এখনও ব্যাট করেছে রোহিত ও বাটলার। ৬ ইনিংসে কাকতালীয়ভাবে দুই অধিনায়ক অর্থাৎ রোহিত শর্মা এবং জস বাটলারের রানের সংখ্যা ১৯১। তবে এর পরের পরিসংখ্যান আরও চমকপ্রদ। দুই ক্রিকেটারই বল খেলেছেন ১২০টি। ফলে তাঁদের দুজনের স্ট্রাইক রেটও সমান ১৫৯.১৬।
টি২০ বিশ্বকাপে ৬টি ইনিংসে এখনও ব্যাট করেছে রোহিত ও বাটলার। ৬ ইনিংসে কাকতালীয়ভাবে দুই অধিনায়ক অর্থাৎ রোহিত শর্মা এবং জস বাটলারের রানের সংখ্যা ১৯১। তবে এর পরের পরিসংখ্যান আরও চমকপ্রদ। দুই ক্রিকেটারই বল খেলেছেন ১২০টি। ফলে তাঁদের দুজনের স্ট্রাইক রেটও সমান ১৫৯.১৬।
advertisement
6/6
তবে বৃহস্পতিবার সেমিফাইনালে রোহিত শর্মা ও ভারতীয় ফ্যানেরা অবশ্যই চাইবেন না এই সাদৃশ্য বজায় থাককু। বাটলার যত তাড়াতাড়া সাজঘরে ফেরেন ততই মঙ্গল। অপরদিকে, রোহিতের ব্যাটে অস্ট্রেলিয়া ম্যাচের মতই ইনিংস ও ভারতের জয় দেখার অপেক্ষায় ফ্যানেরা।
তবে বৃহস্পতিবার সেমিফাইনালে রোহিত শর্মা ও ভারতীয় ফ্যানেরা অবশ্যই চাইবেন না এই সাদৃশ্য বজায় থাককু। বাটলার যত তাড়াতাড়া সাজঘরে ফেরেন ততই মঙ্গল। অপরদিকে, রোহিতের ব্যাটে অস্ট্রেলিয়া ম্যাচের মতই ইনিংস ও ভারতের জয় দেখার অপেক্ষায় ফ্যানেরা।
advertisement
advertisement
advertisement