Richa Ghosh and Suvendu Adhikary: উপহারে ভরিয়ে দিলেন রিচাকে, সোনার গয়না, টাকা, রুপোর ভারত, মিষ্টি মেয়ে বললেন শুভেন্দু
- Reported by:Ricktik Bhattacharjee
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Richa Ghosh and Suvendu Adhikary: রিচার বাড়িতে শুভেন্দু অধিকারী সোনার মেয়েকে ‘লক্ষীমেয়ে’ বলে স্নেহভরা সম্ভাষণ, উপহার-অভিনন্দনে মুখর শিলিগুড়ি
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : বাগডোগরা বিমানবন্দরে শনিবার সকালে নামতেই সোজা শিলিগুড়ির মাধুর্য ভিলার দিকে গাড়ি ঘোরালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লক্ষ্য একটাই—দেশের ঝলমলে ক্রিকেট তারকা রিচা ঘোষের সঙ্গে দেখা করা। আগের রাতেই পরিবারসহ শহরে ফিরেছিলেন রিচা, তাই সব কিছু আগে থেকেই সাজানো ছিল। সকাল সাড়ে দশটা বাজতেই শুভেন্দু অধিকারী পৌঁছে যান রিচাদের বাড়িতে। সঙ্গে ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিষ্ঠা, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, ডাবগ্রাম-ফুলবাড়ীর বিধায়িকা শিখা চ্যাটার্জী, মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন, ফাঁসিদেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু সহ বিজেপির অন্যান্য শীর্ষ নেতৃত্ব।
advertisement
advertisement
তার পরেই বাড়িটি যেন ছোটখাটো সম্মান-অভিনন্দনের মঞ্চ। রিচার হাতে তুলে দেওয়া হয় একটি সোনার অলংকার, ভারতের রুপোর মানচিত্র, এবং এনজিও 'খোলা হাওয়া'র পক্ষ থেকে ৫ লক্ষ টাকার চেক—সবটাই শুভেন্দু অধিকারীর হাত দিয়ে। পাশাপাশি রিচার মায়ের জন্য থাকে মিষ্টির হ্যাম্পার, পুষ্পস্তবক এবং খাদা পরানোর অনুষ্ঠান।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
এরপর শুরু হয় হালকা মেজাজের আড্ডা। হাসি-মজা, খুনসুটি—সব মিলিয়ে পুরো পরিবেশটা হয়ে ওঠে সম্পূর্ণ পারিবারিক। মিষ্টিমুখ করানোর সময় মজার ঘটনা ঘটে। রিচাকে মিষ্টি খাওয়ানোর চেষ্টা করতেই রিচা হেসে বলেন,“না না, মিষ্টি খেলাম এমন ছবি উঠলে কোচ তো আমাকে বকা দেবেন! তিনি ভাববেন সত্যি সত্যিই খেয়েছি।” তার এই রসিকতায় ঘর ভরে ওঠে হাসিতে। পরে রিচার বাবাকে অবশ্য নিজ হাতে মিষ্টি খাওয়ান শুভেন্দু।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
advertisement
advertisement






