আন্তর্জাতিক ফুটবলে ১৭ বছর কাটিয়ে ফেললেন। তবুও মাঠের বাইরে তিনি যেন পাশের বাড়ির ছেলে। যে ছেলে ফুটবলপ্রেমীদের বারবার মাঠে আসার আবেদন জানান।
2/ 5
ভারতীয় ফুটবল দলকে এশিয়ান কাপের মূলপর্বে তুলেছেন ক্যাপ্টেন সুনীল ছেত্রী। কোয়ালিফায়ার-এর ম্যাচ খেলতে কলকাতায় এসেই সুনীল সবার কাছে আবেদন করেছিলেন, মাঠে আসুন, হতাশ করব না।
3/ 5
সুনীল ছেত্রীর ভারতীয় দল সত্যিই হতাশ করেনি। কয়েক মাস আগেও সুনীল মনে মনে অবসরের কথা ভেবেছিলেন। এখন সেই সুনীল এশিয়ান কাপে খেলার জন্য প্রস্তুতি শুরু করেছেন।
4/ 5
শেষ তিন ম্যাচে ৯ পয়েন্ট পেয়েছে ভারতীয় দল। যুবভারতীয় ক্রীড়াঙ্গনে ফুটবলপ্রেমীরা সুনীলদের সমর্থনে নিজেদের উজাড় করে দিয়েছেন। সুনীলও তাঁদের উপহার দিয়েছেন, অসাধারণ পারফরম্যান্স। দেখার মতো ফ্রি-কিক।
5/ 5
সুনীল কিন্তু কলকাতাকে মন থেকে ধন্যবাদ জানিয়ে গেলেন। বাংলার জামাই তিনি। কলকাতা, বাংলার প্রতি তাঁর আলাদা আবেগ থাকা স্বাভাবিক। সুনীল তাই কলকাতার ফুটবলপ্রেমীদের মন জিতে নিলেন আরও একবার।