ভারতের সংস্কৃতি অনেক বিদেশি ক্রিকেটারই আপন করে নিয়েছেন। এবার হোলির উৎসবে গা ভাসালেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।
স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেনরা হোলির দিন রং, আবির মেখে ভূত হলেন।
শুক্রবার থেকে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচ। তার আগে হোলির উৎসবে মাতল গোটা অস্ট্রেলিয়া দল।
বর্ডার-গাভাসকর ট্রফির মাঝেই অজি ক্রিকেটাররা রঙের উৎসবে মেতে উঠলেন। টিম হোটেলে চলল দেদার রঙ খেলা।
প্যাট কামিন্স দেশে ফেরায় স্টিভ স্মিথ ভারত সফরে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিচ্ছেন। এদিন রঙ খেলাতেও যেন তিনিই ক্যাপ্টেন!
...