IND vs ENG: ভয়ে কাঁপবে ইংল্যান্ড! চোখে দেখবে সর্ষে ফুল! তৈরি করেছেন নতুন 'অস্ত্র'! ভারতীয় একাদশে ফিরছেন তিনি!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs ENG: ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট ২৩ জুলাই ম্যাঞ্চেস্টার ওল্ড ট্রাফর্ড ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে। লর্ডসে টেস্ট হারের পর ভারতীয় দল কেমন টিম কম্বিনেশন রাখবে ম্যাঞ্চেস্টারে তা নিয়ে চলছে জোর জল্পনা।
advertisement
advertisement
ইংল্যান্ড সফরের শুরু থেকেই কুলদীপ যাদবকে খেলানোর পক্ষে সওয়াল করেছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞই। "এক্স-ফ্যাক্টর" স্পিনার হিসেবে খ্যাত কুলদীপ আক্রমণাত্মক ইংলিশ ব্যাটারদের বিরুদ্ধে কার্যকর উইকেট-টেকার হতে পারেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ড ভারত সফরে এলে, সেই সিরিজে কুলদীপ ৮ ইনিংসে ১৯টি উইকেট নিয়ে দারুণ পারফরম্যান্স করেছিলেন।
advertisement
আকাশ দীপ তৃতীয় টেস্ট চলাকালীন হাল্কা চোট পেয়েছিলেন। এখনও তিনি পুরোপুরি ফিট নয় বলে জানা গিয়েছে। সেই জায়গাতেই খেলতে পারেন কুলদীপ যাদব।রিস্ট স্পিনারদের বিরুদ্ধে বরাবরই সমস্যায় পড়ে ইংল্যান্ড ব্যাটাররা। তারউপর কুলদীপ চায়নাম্যান। এমনকী সুযোগ পেলে কুলদীপ বোলিংয়ে নতুন 'অস্ত্র' তৈরি করেছেন বলেও জানা গিয়েছে।
advertisement
advertisement