Cricketers Who Becomes Father Before Marriage: এই তারকা ক্রিকেটাররা বাবা হয়েছেন আগে, বিয়ে করেছেন পরে!

Last Updated:
Cricketers Who Becomes Father Before Marriage: সমাজের পরোয়া করেননি এই ক্রিকেটাররা। বিয়ের আগেই সন্তানের বাবা হয়েছেন।
1/6
বিয়ের আগেই বাবা হয়েছিলেন হার্দিক পান্ডিয়া। তাঁর কথা তো অনেকেই জানেন। তবে বিয়ের আগে বাবা হওয়া ক্রিকেটারদের তালিকা কিন্তু বেশ দীর্ঘ। বান্ধবী নাতাশা স্ট্যানকোভিচ গর্ভবতী, এটা বিয়ের আগেই জানিয়েছিলেন হার্দিক।
বিয়ের আগেই বাবা হয়েছিলেন হার্দিক পান্ডিয়া। তাঁর কথা তো অনেকেই জানেন। তবে বিয়ের আগে বাবা হওয়া ক্রিকেটারদের তালিকা কিন্তু বেশ দীর্ঘ। বান্ধবী নাতাশা স্ট্যানকোভিচ গর্ভবতী, এটা বিয়ের আগেই জানিয়েছিলেন হার্দিক।
advertisement
2/6
ইংল্যান্ডের অধিনায়ক জো রুট বিয়ের আগে বাবা হয়েছিলেন। বান্ধবী কেরি কার্স্টেলকে ২০১৪ সাল থেকে ডেট করেন রুট।
ইংল্যান্ডের অধিনায়ক জো রুট বিয়ের আগে বাবা হয়েছিলেন। বান্ধবী কেরি কার্স্টেলকে ২০১৪ সাল থেকে ডেট করেন রুট।
advertisement
3/6
২০১৪ সালে ডেভিড ওয়ার্নারের বান্ধবী ক্যান্ডিস কন্যাসন্তানের জন্ম দেন। তখনও তাঁদের বিয়ে হয়নি।
২০১৪ সালে ডেভিড ওয়ার্নারের বান্ধবী ক্যান্ডিস কন্যাসন্তানের জন্ম দেন। তখনও তাঁদের বিয়ে হয়নি।
advertisement
4/6
১৯৮৭-৮৮ থেকে সীতা হোয়াইটের সঙ্গে সম্পর্ক ছিল পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইমরান খানের।  ১৯৯২ সালে ইমরানের সন্তানের মা হন সীতা। ইমরান প্রথমে কন্যাসন্তানকে নিজের মেয়ে বলে মেনে নিতে চাননি. পরে ডিএনএ টেস্টের পর জানা যায়, ইমরানই ওই মেয়ের বাবা।
১৯৮৭-৮৮ থেকে সীতা হোয়াইটের সঙ্গে সম্পর্ক ছিল পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইমরান খানের। ১৯৯২ সালে ইমরানের সন্তানের মা হন সীতা। ইমরান প্রথমে কন্যাসন্তানকে নিজের মেয়ে বলে মেনে নিতে চাননি. পরে ডিএনএ টেস্টের পর জানা যায়, ইমরানই ওই মেয়ের বাবা।
advertisement
5/6
১৯৮০ সালে ভারত সফরে এসে অভিনেত্রী নীনা গুপ্তার সঙ্গে আলাপ হয় ভিভিয়ান রিচার্ডসের। তাঁদের মেয়ের নাম মাসাবা।
১৯৮০ সালে ভারত সফরে এসে অভিনেত্রী নীনা গুপ্তার সঙ্গে আলাপ হয় ভিভিয়ান রিচার্ডসের। তাঁদের মেয়ের নাম মাসাবা।
advertisement
6/6
২০১৭ সালে আইপিএলের সময় ক্রিস গেইল বাবা হন। তাঁর বান্ধবী নাতাশা বেরিজ কন্যাসন্তানের জন্ম দেন।
২০১৭ সালে আইপিএলের সময় ক্রিস গেইল বাবা হন। তাঁর বান্ধবী নাতাশা বেরিজ কন্যাসন্তানের জন্ম দেন।
advertisement
advertisement
advertisement