নতুন বছর শুরু হয়েছে। শুরুতেই দেখে নিন, ২০২২- খেলার বড় টুর্নামেন্টগুলি কবে, কোথায় অনুষ্ঠিত হবে! চলতি বছর অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ রয়েছে। যা শুরু হবে ১৪ জানুয়ারি থেকে। ১৭ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত চলবে অস্ট্রেলিয়ান ওপেন। এএফসি উইমেন্স এশিয়া কাপ চলবে ২০ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। চিনে হবে শীতকালীন অলিম্পিক্স। শুরু ৪ ফেব্রুয়ারি থেকে। মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ রয়েছে চলতি বছরে। শুরু ৪ মার্চ থেকে। জাপানে হবে সাঁতারের বিশ্বচ্যাম্পিয়নশিপ। ২২ মে থেকে ৫ জুন ফরাসী ওপেন। ২৭ জুন থেকে শুরু হবে উইম্বলডন। মহিলাদের হকি বিশ্বকাপ রয়েছে ২০২২-এ। বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ শুরু হবে ১৫ জুলাই থেকে। এবার বার্মিংহামে হবে কমনওয়েলথ ঘেমস। ব্য়াডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপ ২১ থেকে ২৮ অগাস্ট। ইউএস ওপেন হবে ২৯ অগাস্ট থেকে ১১ সেপ্টেম্বর। ১০-২৫ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়ান গেমস। ১৬ অক্টোবর থেকে পুরুশদের ক্রিকেট বিশ্বকাপ। ২১ নভেম্বর থেকে ফুটল বিশ্বকাপ।