Euro 2024: ইউরো খেলতে খেলতে দিয়েছেন স্কুলের পরীক্ষা, আগামীর মহাতারকা এই 'ছোট্ট' ফুটবলার

Last Updated:
Euro 2024 Spain vs Germany: এই ইউরোতে এমন একজন ফুটবলার রয়েছে যিনি বিশ্বের অন্যতম সেরা ফুটবল প্রতিযোগিতায় যেমন খেলছেন, তার পাাশাপাশি দিয়েছেন স্কুলের পরীক্ষা।
1/6
গ্রুপ পর্ব ও শেষ ষোলর পর এবার কোয়ার্টার ফাইনালে চলে এসেছে ইউরো ২০২৪। টানটান ম্যাচ দেখার পাশাপাশি প্লেয়ারদের ব্যক্তিগত জীবনের নানা তথ্য নিয়েও জানার কৌতুহল কম নয় ফ্যানেদের।
গ্রুপ পর্ব ও শেষ ষোলর পর এবার কোয়ার্টার ফাইনালে চলে এসেছে ইউরো ২০২৪। টানটান ম্যাচ দেখার পাশাপাশি প্লেয়ারদের ব্যক্তিগত জীবনের নানা তথ্য নিয়েও জানার কৌতুহল কম নয় ফ্যানেদের।
advertisement
2/6
এই ইউরোতে এমন একজন ফুটবলার রয়েছে যিনি বিশ্বের অন্যতম সেরা ফুটবল প্রতিযোগিতায় যেমন খেলছেন, তার পাাশাপাশি দিয়েছেন স্কুলের পরীক্ষা। নিজের ফুটবল দক্ষতা দিয়েও সকলের নজর কেড়েছেন ১৬  বছরের এই ফুটবলার।
এই ইউরোতে এমন একজন ফুটবলার রয়েছে যিনি বিশ্বের অন্যতম সেরা ফুটবল প্রতিযোগিতায় যেমন খেলছেন, তার পাাশাপাশি দিয়েছেন স্কুলের পরীক্ষা। নিজের ফুটবল দক্ষতা দিয়েও সকলের নজর কেড়েছেন ১৬ বছরের এই ফুটবলার।
advertisement
3/6
সেই ফুটবলার হল স্পেনের তরুণ তারকা লেমিনে ইয়ামল। চলতি মরসুমে বার্সেলোনা এবং স্পেনের দলে সুযোগ পেয়েছেন ১৬ বছরের ইয়ামাল। ইউরোতে স্পেনের এখনও পর্যন্ত অনবদ্য ফুটবল খেলার অন্যতম কারিগর তিনি।
সেই ফুটবলার হল স্পেনের তরুণ তারকা লেমিনে ইয়ামল। চলতি মরসুমে বার্সেলোনা এবং স্পেনের দলে সুযোগ পেয়েছেন ১৬ বছরের ইয়ামাল। ইউরোতে স্পেনের এখনও পর্যন্ত অনবদ্য ফুটবল খেলার অন্যতম কারিগর তিনি।
advertisement
4/6
ইউরোতে খেলতে খেলতে নিজের স্কুলের পরীক্ষাও দিয়েছেন ইয়ামাল। সেই ছবি সোশ্যাল মিডিয়ার সৌজন্যে সামনে এসেছে। ছবিতে দেখা গিয়েছে স্কুলের কাজ করতে ব্যস্ত ছিলেন স্পেনের এই ফুটবলারকে।
ইউরোতে খেলতে খেলতে নিজের স্কুলের পরীক্ষাও দিয়েছেন ইয়ামাল। সেই ছবি সোশ্যাল মিডিয়ার সৌজন্যে সামনে এসেছে। ছবিতে দেখা গিয়েছে স্কুলের কাজ করতে ব্যস্ত ছিলেন স্পেনের এই ফুটবলারকে।
advertisement
5/6
ইউরোর মাঝে পরীক্ষা দিয়ে রেজাল্টও বেরিয়ে গিয়েছে ইয়ামালের। পাশও করেছেন তিনি। একটি রেডিয়ো চ্যানেলে ইয়ামাল পরীক্ষার ফল নিয়ে বলেছেন,"আমি পরীক্ষায় পাশ করে গিয়েছি। এখন আমার কাছে ইএসও খেতাব রয়েছে।"
ইউরোর মাঝে পরীক্ষা দিয়ে রেজাল্টও বেরিয়ে গিয়েছে ইয়ামালের। পাশও করেছেন তিনি। একটি রেডিয়ো চ্যানেলে ইয়ামাল পরীক্ষার ফল নিয়ে বলেছেন,"আমি পরীক্ষায় পাশ করে গিয়েছি। এখন আমার কাছে ইএসও খেতাব রয়েছে।"
advertisement
6/6
এছাডাও ইয়ামাল জানিয়েছেন,"শুধু জেনেছি পাশ করেছি। কত নাম্বার পেয়েছি দেখার সাহস হয়নি।" ইউরোর ফাইনালের দিনই ইয়ামালের জন্মদিন। নিজেকে বড় উপহার দেওয়াটাই প্রধান লক্ষ্য স্প্যানিশ তারকার।
এছাডাও ইয়ামাল জানিয়েছেন,"শুধু জেনেছি পাশ করেছি। কত নাম্বার পেয়েছি দেখার সাহস হয়নি।" ইউরোর ফাইনালের দিনই ইয়ামালের জন্মদিন। নিজেকে বড় উপহার দেওয়াটাই প্রধান লক্ষ্য স্প্যানিশ তারকার।
advertisement
advertisement
advertisement