Sourav Ganguly: রোহিতকে অধিনায়ক করার পিছনে তাঁর কতটা হাত ছিল? দাদাগিরর মঞ্চে রহস্য ফাঁস করলেন সৌরভ
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Sourav Ganguly: কোহলি ফ্যানেদের একাংশ মনে করেন বিরাট কোহলিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে রোহিত শর্মাকে অধিনায়ক করার পিছনে বড় হাত রয়েছে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের। সেই বিষয়ে দাদাগিরির মঞ্চে মুখ খুললেন সৌরভ।
advertisement
advertisement
advertisement
দাদাগিরি-র একটি এপিসোডে আরও একবার এই বিষয়ে মুখ খুলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন,"অনেকে মনে করলেও সত্যিই আমি বিরাট কোহলিকে অধিনায়কত্ব থেকে সরাইনি। বিরাট কোহলি টি-২০ ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়তে চেয়েছিল। আমি কোহলিকে বলি যখন তুমি টি-২০ ক্রিকেট করবে না তখন হোয়াইট বলে অধিনায়কত্বটাই ছেড়ে দাও। কজন হোয়াইট বল আর আরেকজন রেড বল ক্যাপ্টেন হোক।"
advertisement
তবে কোহলির ছাড়ার পর রোহিত শর্মাকে সব ফর্ম্যাটে অধিনায়কত্ব করার জন্য রাজি করানোর পিছনে তাঁর কিছুটা হাত আছে বলে জানিয়েছেন সৌরফ। দাদাগিরিতে সৌরভ বলেন,"হ্যাঁ রোহিতকে ক্যাপ্টেন করার ক্ষেত্রে আমার কিছুটা চাপ ছিল। ও সব ফরম্যাটে অধিনায়ত হত চইছিল না। তাই কিছুটা হয়তো হাত আছে। সেক্ষেত্রে আমি ওঁকে হয়ত সাহায্য করেছি। মনে রাখবে যে যত বড়ই অ্যাডমিনিস্ট্রেটর হোক, মাঠে ভালো খেলে খেলোয়াড়রাই।"
advertisement