Dadagiri: 'দাদাগিরি' আর করবেন না সৌরভ! এবার জনপ্রিয় শো -তে নতুন মুখ! কাকে দেখা যাবে? বড় চমক

Last Updated:
Sourav Ganguly- দাদাগিরি অনুষ্ঠানটির একটানা সঞ্চালনা করেছিলেন মহারাজ। তবে মাঝে কিছুদিন তিনি ছিলেন না। তখন এই শো-তে সঞ্চালক হিসেবে দেখা যায় মিঠুন চক্রবর্তীকে। তার পর অবশ্য সৌরভ আবার ফিরে আসেন দাদাগিরিতে।
1/6
২০০৯ সালে শুরু হয়েছিল ‘দাদাগিরি’। এই নন-ফিকশন কুইজ শো প্রথমদিন থেকেই ছিল জনপ্রিয়তার তুঙ্গে। মাঠের পর পর্দাতেও ছক্কা হাঁকিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর জন্যই যে এই শো-এর এত জনপ্রিয়তা, তা আর বলার অপেক্ষা রাখে না।
২০০৯ সালে শুরু হয়েছিল ‘দাদাগিরি’। এই নন-ফিকশন কুইজ শো প্রথমদিন থেকেই ছিল জনপ্রিয়তার তুঙ্গে। মাঠের পর পর্দাতেও ছক্কা হাঁকিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর জন্যই যে এই শো-এর এত জনপ্রিয়তা, তা আর বলার অপেক্ষা রাখে না।
advertisement
2/6
সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়কে দারুন পছন্দ করেছেন বাংলার জনগণ। তবে এবার সৌরভের আর দাদাগিরির পথ আলাদা হয়েছে। সৌরভ আর জি বাংলায় দাদাগিরি সঞ্চালনা করবেন না।
সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়কে দারুন পছন্দ করেছেন বাংলার জনগণ। তবে এবার সৌরভের আর দাদাগিরির পথ আলাদা হয়েছে। সৌরভ আর জি বাংলায় দাদাগিরি সঞ্চালনা করবেন না।
advertisement
3/6
দাদাগিরি অনুষ্ঠানটির একটানা সঞ্চালনা করেছিলেন মহারাজ। তবে মাঝে কিছুদিন তিনি ছিলেন না। তখন এই শো-তে সঞ্চালক হিসেবে দেখা যায় মিঠুন চক্রবর্তীকে। তার পর অবশ্য সৌরভ আবার ফিরে আসেন দাদাগিরিতে।
দাদাগিরি অনুষ্ঠানটির একটানা সঞ্চালনা করেছিলেন মহারাজ। তবে মাঝে কিছুদিন তিনি ছিলেন না। তখন এই শো-তে সঞ্চালক হিসেবে দেখা যায় মিঠুন চক্রবর্তীকে। তার পর অবশ্য সৌরভ আবার ফিরে আসেন দাদাগিরিতে।
advertisement
4/6
এখন প্রশ্ন হল, সৌরভ যদি দাদাগিরির সঞ্চালনা না করেন, তা হলে এই জনপ্রিয় শো-তে এবার কাকে দেখা যাবে! জানা যাচ্ছে, সৌরভ অন্য একটি চ্যানেলে আবার প্রায় একইরকম নন-ফিকশন শো সঞ্চালনা করবেন। আর তার জন্য তিনি রেকর্ড অঙ্কের টাকার চুক্তি করেছেন।
এখন প্রশ্ন হল, সৌরভ যদি দাদাগিরির সঞ্চালনা না করেন, তা হলে এই জনপ্রিয় শো-তে এবার কাকে দেখা যাবে! জানা যাচ্ছে, সৌরভ অন্য একটি চ্যানেলে আবার প্রায় একইরকম নন-ফিকশন শো সঞ্চালনা করবেন। আর তার জন্য তিনি রেকর্ড অঙ্কের টাকার চুক্তি করেছেন।
advertisement
5/6
ওদিকে, দাদাগিরির সঞ্চালনায় আবার মিঠুন চক্রবর্তীর নাম ভেসে আসছে। সঙ্গে অবশ্য আরও কয়েকজন তারকার কথা শোনা যাচ্ছে। যেমন- জিৎ , প্রসেনজিৎ, দেব ও যিশু সেনগুপ্ত।
ওদিকে, দাদাগিরির সঞ্চালনায় আবার মিঠুন চক্রবর্তীর নাম ভেসে আসছে। সঙ্গে অবশ্য আরও কয়েকজন তারকার কথা শোনা যাচ্ছে। যেমন- জিৎ , প্রসেনজিৎ, দেব ও যিশু সেনগুপ্ত।
advertisement
6/6
দাদার দাদাগিরিতে সঞ্চালকের ভূমিকায় অন্য কোনও মহাতারকা কি হিট হতে পারবেন! তা নিয়ে প্রশ্ন থাকছে। তবে আর কয়েকদিনের মধ্যেই জানা যাবে, সৌরভের ছেড়ে যাওয়া জায়গায় কাকে দেখা যাবে!
দাদার দাদাগিরিতে সঞ্চালকের ভূমিকায় অন্য কোনও মহাতারকা কি হিট হতে পারবেন! তা নিয়ে প্রশ্ন থাকছে। তবে আর কয়েকদিনের মধ্যেই জানা যাবে, সৌরভের ছেড়ে যাওয়া জায়গায় কাকে দেখা যাবে!
advertisement
advertisement
advertisement