Sourav Ganguly on Sana: লন্ডনে সানা কখন কী করে, প্রতি মুহূর্তের আপডেট দাদার কাছে থাকে!

Last Updated:
Sourav Ganguly on Sana: তাঁরা তারকা কিন্তু মা-বাবা -রা সর্বত্রই একইরকমের হন৷ আর সেটাই দাদা দাদাগিরির মঞ্চ থেকে বারবার বুঝিয়ে দেন৷ ফের রবিবার আরও একবার বুঝিয়ে দিলেন সৌরভ৷
1/7
:  সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে সব সময়েই মানুষের মধ্যে আগ্রহ থাকে৷ তিনি , তাঁর পরিবার, স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়, মেয়ে সানা গঙ্গোপাধ্যায়কে নিয়েও মানুষের মধ্যে প্রচুর জিজ্ঞাসা থাকে৷ আর দাদাগিরি-র মঞ্চেও তাই সৌরভ নিজের পরিবারকে নিয়ে কোনও প্রশ্ন করা হলে তিনি বেশ সোজাসাপ্টা জবাব দেন৷
:  সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে সব সময়েই মানুষের মধ্যে আগ্রহ থাকে৷ তিনি , তাঁর পরিবার, স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়, মেয়ে সানা গঙ্গোপাধ্যায়কে নিয়েও মানুষের মধ্যে প্রচুর জিজ্ঞাসা থাকে৷ আর দাদাগিরি-র মঞ্চেও তাই সৌরভ নিজের পরিবারকে নিয়ে কোনও প্রশ্ন করা হলে তিনি বেশ সোজাসাপ্টা জবাব দেন৷
advertisement
2/7
আগেই সানার চাকরি পাওয়া নিয়ে গর্বিত বাবা হিসেবে এই  গেম শো -র মঞ্চ থেকেই ঘোষণা করেছিলেন দাদা, যে মেয়ে প্রথম বেতন পেয়ে দারুণ গিফট দিয়েছে৷
আগেই সানার চাকরি পাওয়া নিয়ে গর্বিত বাবা হিসেবে এই  গেম শো -র মঞ্চ থেকেই ঘোষণা করেছিলেন দাদা, যে মেয়ে প্রথম বেতন পেয়ে দারুণ গিফট দিয়েছে৷
advertisement
3/7
আবার তিনি এও বলেছিলেন যে বাবা-মাকে দামী গিফট না দিলেও চলে কারণ মা -বাবা সন্তানের গিফটের পিছনে থাকা ভালবাসাটা দেখেন, দামটা নয়৷
আবার তিনি এও বলেছিলেন যে বাবা-মাকে দামী গিফট না দিলেও চলে কারণ মা -বাবা সন্তানের গিফটের পিছনে থাকা ভালবাসাটা দেখেন, দামটা নয়৷
advertisement
4/7
তাঁরা তারকা কিন্তু মা-বাবা -রা সর্বত্রই একইরকমের হন৷ আর সেটাই দাদা দাদাগিরির মঞ্চ থেকে বারবার বুঝিয়ে দেন৷ ফের রবিবার আরও একবার বুঝিয়ে দিলেন সৌরভ৷
তাঁরা তারকা কিন্তু মা-বাবা -রা সর্বত্রই একইরকমের হন৷ আর সেটাই দাদা দাদাগিরির মঞ্চ থেকে বারবার বুঝিয়ে দেন৷ ফের রবিবার আরও একবার বুঝিয়ে দিলেন সৌরভ৷
advertisement
5/7
দাদা কী সানার পদক্ষেপ নিয়ন্ত্রণ করেন৷ কারণ মেয়ে এখন লন্ডনে চাকুরিরতা৷ তাই সেখানে কী তাঁর কথা খাটে না সানাই বাবাকে এখন কথা শুনিয়ে দেয়৷
দাদা কী সানার পদক্ষেপ নিয়ন্ত্রণ করেন৷ কারণ মেয়ে এখন লন্ডনে চাকুরিরতা৷ তাই সেখানে কী তাঁর কথা খাটে না সানাই বাবাকে এখন কথা শুনিয়ে দেয়৷
advertisement
6/7
এই প্রশ্নে সৌরভের সাফ জবাব সানা এখনও সেই পর্যায়ে জাননি যে বাড়ির অভিভাবকদের কথা শোনাবেন৷
এই প্রশ্নে সৌরভের সাফ জবাব সানা এখনও সেই পর্যায়ে জাননি যে বাড়ির অভিভাবকদের কথা শোনাবেন৷
advertisement
7/7
পাশাপাশি দাদাও এও পরিষ্কার করে দেন সানা যাই করুন না কেন সূদূর লন্ডন থেকে তাঁর কাছ মেয়ের প্রতি মুহূর্তের অ্যাক্টিভিটির আপডেট থাকে৷ সোজা কথা কী করছেন না করছেন তা সব সময়েই জানা থাকে বাবা সৌরভের৷
পাশাপাশি দাদাও এও পরিষ্কার করে দেন সানা যাই করুন না কেন সূদূর লন্ডন থেকে তাঁর কাছ মেয়ের প্রতি মুহূর্তের অ্যাক্টিভিটির আপডেট থাকে৷ সোজা কথা কী করছেন না করছেন তা সব সময়েই জানা থাকে বাবা সৌরভের৷
advertisement
advertisement
advertisement