হার্দিক পান্ডিয়ার ভবিষ্যৎ কী? বলে দিলেন সৌরভ! বড় ভবিষ্যদ্বাণী 'দাদা'র

Last Updated:
Sourav Ganguly On hardik Pandya: রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন। মুম্বই ফ্র্যাঞ্চাইজি কর্তাদের এমন সিদ্ধান্ত কিছুতেই মানতে পারছেন না সমর্থকরা। আর সব রাগ গিয়ে পড়ছে পান্ডিয়ার উপর। এবার হার্দিক পাশে পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে।
1/8
দুঃসময় চলছে হার্দিক পান্ডিয়ার। গুজরাতের ক্যাপ্টেন্সি ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হওয়ার পর থেকেই ভাগ্য যেন সঙ্গ দিচ্ছে না তাঁর!
দুঃসময় চলছে হার্দিক পান্ডিয়ার। গুজরাতের ক্যাপ্টেন্সি ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হওয়ার পর থেকেই ভাগ্য যেন সঙ্গ দিচ্ছে না তাঁর!
advertisement
2/8
মুম্বই ইন্ডিয়ান্সে এখন কার্যত কোণঠাঁসা হার্দিক। এমনকী মুম্বইয়ের সমর্থকরাও মাঠে এসে হার্দিকের নামে দুয়ো দিতে শুরু করেছেন।
মুম্বই ইন্ডিয়ান্সে এখন কার্যত কোণঠাঁসা হার্দিক। এমনকী মুম্বইয়ের সমর্থকরাও মাঠে এসে হার্দিকের নামে দুয়ো দিতে শুরু করেছেন।
advertisement
3/8
লাগাতার হারছে মুম্বই। আর সেই হারের দায় গিয়ে পড়ছে ক্যাপ্টেন পান্ডিয়ার উপর। কারণ তাঁর একের পর এক সিদ্ধান্ত ভুল বলে প্রমাণিত হচ্ছে। আর তাতেই বেজাট চটছেন সমর্থকরা।
লাগাতার হারছে মুম্বই। আর সেই হারের দায় গিয়ে পড়ছে ক্যাপ্টেন পান্ডিয়ার উপর। কারণ তাঁর একের পর এক সিদ্ধান্ত ভুল বলে প্রমাণিত হচ্ছে। আর তাতেই বেজাট চটছেন সমর্থকরা।
advertisement
4/8
রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন। মুম্বই ফ্র্যাঞ্চাইজি কর্তাদের এমন সিদ্ধান্ত কিছুতেই মানতে পারছেন না সমর্থকরা। আর সব রাগ গিয়ে পড়ছে পান্ডিয়ার উপর।
রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন। মুম্বই ফ্র্যাঞ্চাইজি কর্তাদের এমন সিদ্ধান্ত কিছুতেই মানতে পারছেন না সমর্থকরা। আর সব রাগ গিয়ে পড়ছে পান্ডিয়ার উপর।
advertisement
5/8
সৌরভ গঙ্গোপাধ্যায় এবার হার্দিক পান্ডিয়ার পাশে দাঁড়ালেন। তিনি বলে দিলেন, যা হয়েছে তাতে পান্ডিয়ার কোনও দোষ নেই।
সৌরভ গঙ্গোপাধ্যায় এবার হার্দিক পান্ডিয়ার পাশে দাঁড়ালেন। তিনি বলে দিলেন, যা হয়েছে তাতে পান্ডিয়ার কোনও দোষ নেই।
advertisement
6/8
সৌরভ বলেছেন, ফ্র্যাঞ্চাইজি ওকে ক্যাপ্টেন হিসেবে বেছে নিয়েছে। এথে পান্ডিয়ার কিছু করার নেই। ওকে এভাবে করাটা ঠিক হচ্ছে না।
সৌরভ বলেছেন, ফ্র্যাঞ্চাইজি ওকে ক্যাপ্টেন হিসেবে বেছে নিয়েছে। এথে পান্ডিয়ার কিছু করার নেই। ওকে এভাবে করাটা ঠিক হচ্ছে না।
advertisement
7/8
সৌরভ আরও বলেছেন, রোহিত শর্মা অন্য মানের ক্রিকেটার। পান্ডিয়ার পারফরম্যান্সের মান আলাদা। ২জনকে গুলিয়ে ফেললে চলবে না।
সৌরভ আরও বলেছেন, রোহিত শর্মা অন্য মানের ক্রিকেটার। পান্ডিয়ার পারফরম্যান্সের মান আলাদা। ২জনকে গুলিয়ে ফেললে চলবে না।
advertisement
8/8
সৌরভ বলেছেন, অধিনায়ক কেউ আজীবন থাকে না। অর্থাৎ হাবেভাবে সৌরভ বুঝিয়ে দিয়েছেন, সময় দিলে পান্ডিয়ার ক্যাপ্টেন্সি ও পারফরম্য়ান্সের উন্নতি হবে।
সৌরভ বলেছেন, অধিনায়ক কেউ আজীবন থাকে না। অর্থাৎ হাবেভাবে সৌরভ বুঝিয়ে দিয়েছেন, সময় দিলে পান্ডিয়ার ক্যাপ্টেন্সি ও পারফরম্য়ান্সের উন্নতি হবে।
advertisement
advertisement
advertisement