সৌরভের বায়োপিক দেখতে পাবেন কবে? এবার একদম পাকা খবর, বেশি দেরি নেই

Last Updated:
Sourav Ganguly biopic: কবে মুক্তি পাচ্ছে দাদা-র বায়োপিক? একদম পাকা খবর শুনে নিন।
1/6
২০২২ সালের মে মাসে আইপিএল চলাকালীন কলকাতায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে এসেছিলেন ঐশ্বর্যা রজনীকান্ত। সেই থেকেই গুঞ্জন ছিল, দাদা-র বায়োপিক করতে চান রজনীকান্ত-কন্যা।
২০২২ সালের মে মাসে আইপিএল চলাকালীন কলকাতায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে এসেছিলেন ঐশ্বর্যা রজনীকান্ত। সেই থেকেই গুঞ্জন ছিল, দাদা-র বায়োপিক করতে চান রজনীকান্ত-কন্যা।
advertisement
2/6
তার পর বহু গুজব, জল্পনা ছড়িয়েছে। তবে সব শেষে জানা গিয়েছিল, সত্যিই মহারাজের বায়োপিক হচ্ছে। তবে দাদার ভূমিকায় কাকে দেখা যাবে, তা নিয়ে ফের জলঘোলা হতে শুরু করে।
তার পর বহু গুজব, জল্পনা ছড়িয়েছে। তবে সব শেষে জানা গিয়েছিল, সত্যিই মহারাজের বায়োপিক হচ্ছে। তবে দাদার ভূমিকায় কাকে দেখা যাবে, তা নিয়ে ফের জলঘোলা হতে শুরু করে।
advertisement
3/6
রণবীর কাপুরের নাম ছিল সবার উপরে। তবে শেষমেশ জানা যায়, রণবীর নন, দাদার ভূমিকায় পর্দায় দেখা যাবে আয়ুস্মান খুরানাকে। সৌরভ নিজেও সেই খবর নিয়ে ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন দিনকয়েক আগেই।
রণবীর কাপুরের নাম ছিল সবার উপরে। তবে শেষমেশ জানা যায়, রণবীর নন, দাদার ভূমিকায় পর্দায় দেখা যাবে আয়ুস্মান খুরানাকে। সৌরভ নিজেও সেই খবর নিয়ে ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন দিনকয়েক আগেই।
advertisement
4/6
এখন জানা যাচ্ছে, সব কিছু ঠিকঠাক থাকলে সামনের শীতেই মুক্তি পাবে দাদার বায়োপিক। সিনেমার শুটিং শুরু হতে পারে চলতি বছরের শেষের দিকে।
এখন জানা যাচ্ছে, সব কিছু ঠিকঠাক থাকলে সামনের শীতেই মুক্তি পাবে দাদার বায়োপিক। সিনেমার শুটিং শুরু হতে পারে চলতি বছরের শেষের দিকে।
advertisement
5/6
বলাবাহুল্য দাদার বায়োপিকের শুটিংয়ের সিংহভাগই হবে কলকাতায়। এমনকী সৌরভের বেহালার বাড়িতেও শুটিং হতে পারে বলে জানা যাচ্ছে।
বলাবাহুল্য দাদার বায়োপিকের শুটিংয়ের সিংহভাগই হবে কলকাতায়। এমনকী সৌরভের বেহালার বাড়িতেও শুটিং হতে পারে বলে জানা যাচ্ছে।
advertisement
6/6
সৌরভের ব্যক্তিগত, পেশাগত জীবন তুলে ধরা হবে সেই ছবিতে। তবে কোনওরকম বিতর্কিত কিছু দেখানো হবে না বলেই জানা যাচ্ছে।
সৌরভের ব্যক্তিগত, পেশাগত জীবন তুলে ধরা হবে সেই ছবিতে। তবে কোনওরকম বিতর্কিত কিছু দেখানো হবে না বলেই জানা যাচ্ছে।
advertisement
advertisement
advertisement