তিনি ক্রাউডপুলার। সৌরভ গঙ্গোপাধ্যায় যেখানে যাবেন, সেখানেই ভিড় হবে। এটা তো জানা কথা। অষ্টমীতে বালিগঞ্জ কালচারালে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বাজালেন ঢাক। সৌরভ জানালেন, পুজোয় এই প্রথমবার ঢাক বাজালেন তিনি। সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। সৌরভ জানালেন, মেয়ে সানার জন্য পুজোর দিনে মন খারাপ তাঁর। তবে সানার সঙ্গে কথা হয়েছে। এটুকুই যা শান্তি। শরীরে কথা ভেবে সৌরভ এবার বিরিয়ানি খাননি পুজোয়। নিজেই জানালেন সে কথা।