সুপ্রিম কোর্টে মামলা, আজ বোর্ড প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষেও কাজ চালিয়ে যেতে পারবেন সৌরভরা
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
কঠিন সময়ে গড়াপেটার ছায়া থেকে বের করে অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় ক্রিকেটকে যেভাবে সামনের দিকে চালিত করেছেন ঠিক একইভাবে বোর্ড প্রেসিডেন্ট হিসেবে সৌরভ তার দলবল নিয়ে সাফল্য এনে দিতে পারবেন।
বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে সোমবার অর্থাৎ 27 জুলাই মেয়াদ শেষ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বোর্ডে নিজের প্রায় 10 মাসে মেয়াদ পূর্ণ করলেন মহারাজ। তবে প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ করলেও এখনই পদ ছাড়তে হচ্ছে না সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সৌরভদের মেয়াদ বাড়ানো সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে পিছিয়ে যাওয়ায় প্রেসিডেন্ট ও সেক্রেটারি হিসেবে আপাতত কাজ চালিয়ে যেতে পারবেন সৌরভ ও জয় শাহ।
advertisement
গত ২২ শে জুলাই সুপ্রিম কোর্টে বোর্ড প্রেসিডেন্ট ও সেক্রেটারি পদে সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহের মেয়াদ বাড়ানোর মামলাটি উঠেছিল। তবে সেদিন সৌরভদের ভাগ্য নির্ধারণ হয়নি। সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় দু সপ্তাহ পরে বিসিসিআইয়ের আবেদন শুনবেন তারা। তাই আগামী ২সপ্তাহ নিজেদের পদে কাজ চালিয়ে যেতে পারবেন সৌরভ ও জয়। সৌরভের মেয়াদ সোমবার শেষ হলেও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয়ের বোর্ড সচিব হিসেবে মেয়াদ ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে। লোধা কমিটির সুপারিশ মেনে তৈরি বিসিসিআইয়ের নয়া সংবিধান অনুযায়ী ৬ বছর প্রশাসক হিসেবে মেয়াদ পূর্ণ করলে তিন বছরের জন্য কুলিং অফ বাধ্যতামূলক।
advertisement
গতবছর অক্টোবর মাসে বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় দায়িত্ব নেন। তার আগে সিএবি সচিব এবং প্রেসিডেন্ট হিসেবে পাঁচ বছরের বেশি সময় কাটিয়েছেন সৌরভ। অন্যদিকে অমিত শাহর ছেলে জয় শাহও গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন ও বিসিসিআই মিলিয়ে ৬ বছর মেয়াদ পূর্ণ করেছেন। বিসিসিআইয়ের তরফ থেকে কোষাধক্ষ্য অরুণ সিং ধুমাল সুপ্রিম কোর্টে আবেদন করেছেন যাতে বোর্ডের সংবিধান মডিফাই করে সৌরভ এবং জয় শাহকে ২০২৫ পর্যন্ত প্রেসিডেন্ট ও সেক্রেটারি হিসেবে কাজ চালিয়ে দেওয়ার অনুমতি দেওয়া হয়।
advertisement
শীর্ষ আদালতে বোর্ডের আবেদনে বলা হয়েছে, অক্টোবরে পদে যোগ দেওয়া সৌরভ-জয়কে জুলাইতে ছেড়ে দিতে হচ্ছে। এরমধ্যে লকডাউনের কারণে চার মাস কোনও কাজ হয়নি। সম্পূর্ণ ক্রিকেটই বন্ধ ছিল। তাই শুধুমাত্র ক্রিকেট বোর্ডের ক্ষেত্রে প্রেসিডেন্ট বা সচিব পদে বসার ক্ষেত্রে মেয়াদ ছয় বছর করা হোক। একটানা ছয় বছর পদে থাকার পর তাঁদের কুলিং অফে পাঠানো হোক। ইতিমধ্যেই সুনীল গাভাসকর বিসিসিআই প্রেসিডেন্ট পদে সৌরভ এবং সেক্রেটারি পদে জয় শাহকে আগামী ২০২৩ একদিনের বিশ্বকাপ পর্যন্ত দেখতে চান বলে জানিয়েছেন। এক সংবাদ মাধ্যমে তিনি লেখেন, ২০২৩ বিশ্বকাপ ভারতে আয়োজিত হবে। ব্যক্তিগতভাবে আমি চাই সেই সময়কাল পর্যন্ত সৌরভ ও জয় বিসিসিআইয়ের দায়িত্বে থাকুক।
advertisement
কঠিন সময়ে গড়াপেটার ছায়া থেকে বের করে অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় ক্রিকেটকে যেভাবে সামনের দিকে চালিত করেছেন ঠিক একইভাবে বোর্ড প্রেসিডেন্ট হিসেবে সৌরভ তার দলবল নিয়ে সাফল্য এনে দিতে পারবেন। তবে এখন দেখার শীর্ষ আদালত কী সিদ্ধান্ত নেয়।এখন দেখার সুপ্রিম কোর্টের আবেদনে সাড়া দিয়ে সৌরভদের পক্ষে কোন রায় দেন কিনা। তবে ইতিমধ্যেই সৌরভকে আইসিসি চেয়ারম্যান হিসেবে দেখতে চেয়ে সঙ্গাকারার মত অনেক প্রাক্তন ক্রিকেটার ইচ্ছে প্রকাশ করেছেন।