Sourav and Sana: আজ না হোক-কাল! সানার হবে বিয়ে, হবু জামাইকে নিয়ে কী ভাবেন পরিষ্কার করে দিলেন সৌরভ

Last Updated:
Sourav and Sana: সানার হবু বরকে নিয়ে দাদাকে সোজাসাপ্টা প্রশ্ন, পাল্টা প্রশ্ন সৌরভের...
1/9
সৌরভ গঙ্গোপাধ্যায় বেশ চনমনে মেজাজে দাদাগিরির মঞ্চে হাজির থাকেন৷ তাঁর এই মিশুকে ব্যবহার দর্শকদের মন পাশাপাশি আগত গেস্টদের মন ভরিয়ে দেয়৷
সৌরভ গঙ্গোপাধ্যায় বেশ চনমনে মেজাজে দাদাগিরির মঞ্চে হাজির থাকেন৷ তাঁর এই মিশুকে ব্যবহার দর্শকদের মন পাশাপাশি আগত গেস্টদের মন ভরিয়ে দেয়৷
advertisement
2/9
নিজের বাড়ি নিয়ে মাঝেমধ্যেই সৌরভকে প্রশ্ন করা হয়৷ দাদা কোনও দিনই সেটাতে কোনওরকম রাগারাগি করেন না৷ বরং বিভিন্ন মজার ঘটনার মাধ্যমে পরিবারের বিভিন্ন গল্প তুলে ধরেন৷
নিজের বাড়ি নিয়ে মাঝেমধ্যেই সৌরভকে প্রশ্ন করা হয়৷ দাদা কোনও দিনই সেটাতে কোনওরকম রাগারাগি করেন না৷ বরং বিভিন্ন মজার ঘটনার মাধ্যমে পরিবারের বিভিন্ন গল্প তুলে ধরেন৷
advertisement
3/9
সানা প্রথম মাইনে পেয়ে দামী গিফট দিয়েছিল যেমন জানিয়েছিলেন তেমনিই জানিয়েছিলেন সানার বন্ধুদের সঙ্গে সানা কখন কোথায় যায় সব খবর তাঁর কাছে চলে আসে৷
সানা প্রথম মাইনে পেয়ে দামী গিফট দিয়েছিল যেমন জানিয়েছিলেন তেমনিই জানিয়েছিলেন সানার বন্ধুদের সঙ্গে সানা কখন কোথায় যায় সব খবর তাঁর কাছে চলে আসে৷
advertisement
4/9
তেমনিই জানিয়েছিলেন সানার বন্ধুদের সঙ্গে সানা কখন কোথায় যায় সব খবর তাঁর কাছে চলে আসে৷
তেমনিই জানিয়েছিলেন সানার বন্ধুদের সঙ্গে সানা কখন কোথায় যায় সব খবর তাঁর কাছে চলে আসে৷
advertisement
5/9
এবার ফের বাউন্সার প্রশ্ন এল দাদার কাছে৷ এবারও সানাকে নিয়েই প্রশ্ন ৷ থুড়ি সরাসরি সানাকে নিয়ে নয়, সানার হবু বর অর্থাৎ সৌরভের হবু জামাইকে নিয়ে প্রশ্ন৷
এবার ফের বাউন্সার প্রশ্ন এল দাদার কাছে৷ এবারও সানাকে নিয়েই প্রশ্ন ৷ থুড়ি সরাসরি সানাকে নিয়ে নয়, সানার হবু বর অর্থাৎ সৌরভের হবু জামাইকে নিয়ে প্রশ্ন৷
advertisement
6/9
দাদাকে টলি অভিনেত্রী দেবলীনা জিজ্ঞাসা করেন দাদা নিজের জামাইকে গুগলি প্রশ্ন দেন৷ তিনি জিজ্ঞাসা করেন দাদা নিজের জামাইয়ের সঙ্গে দেখা হলে তাঁকে কী গুগলি দেবেন?
দাদাকে টলি অভিনেত্রী দেবলীনা জিজ্ঞাসা করেন দাদা নিজের জামাইকে গুগলি প্রশ্ন দেন৷ তিনি জিজ্ঞাসা করেন দাদা নিজের জামাইয়ের সঙ্গে দেখা হলে তাঁকে কী গুগলি দেবেন?
advertisement
7/9
এরপরেই দাদা বলেন, আমেরিকার কোথায় ক্রিসমাসের আগে নিউইয়ার সেলিব্রেট করা হয়?
এরপরেই দাদা বলেন, আমেরিকার কোথায় ক্রিসমাসের আগে নিউইয়ার সেলিব্রেট করা হয়?
advertisement
8/9
তবে এই প্রশ্নটা তিনি হবু জামাইকে না করে দেবলীনাকেই করেন৷
তবে এই প্রশ্নটা তিনি হবু জামাইকে না করে দেবলীনাকেই করেন৷
advertisement
9/9
অর্থাৎ বুঝিয়ে দেন দাদাকে বাউন্সার দিলে আজও স্টেপ আউট করে বোলারকেই বোকা  বানিয়ে দিতে এখনও তিনি সেরা, তিনিই মহারাজ৷ 
অর্থাৎ বুঝিয়ে দেন দাদাকে বাউন্সার দিলে আজও স্টেপ আউট করে বোলারকেই বোকা  বানিয়ে দিতে এখনও তিনি সেরা, তিনিই মহারাজ৷ 
advertisement
advertisement
advertisement