Snehasis Ganguly Marriage Anniversary: বিয়ের বছর ঘুরে গেল! গলায় লম্বা মপচেন, শাঁখা-পলা হাতে, সাধাসিধে করে পরা শাড়ি, স্নেহাশিসকে খাইয়ে দিলেন কেক, প্রথম বিবাহবার্ষিকীর দারুণ ফটো অ্যালবাম

Last Updated:
Snehasis Ganguly Marriage Anniversary: স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বিয়ের বছর পূর্তি, তুমুল আনন্দ অনুষ্ঠান, রইল ফটো অ্যালবাম
1/8
প্রাচীন প্রবাদ - ‘অ্যাজ ইজ জাস্ট এ নাম্বার’- অর্থাৎ বয়স একটা সংখ্যামাত্র- বহু সময় এটা মানুষ প্রমাণ করেছেন৷ বাংলার দাদা-র দাদাও এই তত্বেই সিলমোহর দিয়ে দিলেন৷ বিয়ের একবছর ঘুরল স্নেহাশিস ও অর্পিতার৷ গলায় লম্বা মপচেন, হাতে শাঁখা-পলা, বাঙালিদের মতো সাধাসিধে করা পরা শাড়িতে সেজেছিলেন স্নেহাশিস জায়া অর্পিতা৷
প্রাচীন প্রবাদ - ‘অ্যাজ ইজ জাস্ট এ নাম্বার’- অর্থাৎ বয়স একটা সংখ্যামাত্র- বহু সময় এটা মানুষ প্রমাণ করেছেন৷ বাংলার দাদা-র দাদাও এই তত্বেই সিলমোহর দিয়ে দিলেন৷ বিয়ের একবছর ঘুরল স্নেহাশিস ও অর্পিতার৷ গলায় লম্বা মপচেন, হাতে শাঁখা-পলা, বাঙালিদের মতো সাধাসিধে করা পরা শাড়িতে সেজেছিলেন স্নেহাশিস জায়া অর্পিতা৷
advertisement
2/8
৫৯ বছর বয়সে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। ২০২৪ সালের ২১ জুলাই রেজিস্ট্রি করে অর্পিতার সঙ্গে বিয়ে সেরেছিলেন তিনি৷ ৪৭-র অর্পিতারও এটি দ্বিতীয় ইনিংসই ছিল৷ আর সেই বিয়ের এবার বছর ঘুরে গেল৷
৫৯ বছর বয়সে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। ২০২৪ সালের ২১ জুলাই রেজিস্ট্রি করে অর্পিতার সঙ্গে বিয়ে সেরেছিলেন তিনি৷ ৪৭-র অর্পিতারও এটি দ্বিতীয় ইনিংসই ছিল৷ আর সেই বিয়ের এবার বছর ঘুরে গেল৷
advertisement
3/8
 বিবাহের প্রথম বার্ষিকী। গঙ্গোপাধ্যায় বাড়িতেই ধুমধাম করে উদযাপন হল এই বিশেষ দিন। উপস্থিত ছিলেন আত্মীয়রা পাশাপাশি ছিলেন বন্ধুস্থানীয়রা৷ ভাই সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তাঁর স্ত্রী ডোনা ছিলেন অতিথিদের তালিকায়৷
বিবাহের প্রথম বার্ষিকী। গঙ্গোপাধ্যায় বাড়িতেই ধুমধাম করে উদযাপন হল এই বিশেষ দিন। উপস্থিত ছিলেন আত্মীয়রা পাশাপাশি ছিলেন বন্ধুস্থানীয়রা৷ ভাই সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তাঁর স্ত্রী ডোনা ছিলেন অতিথিদের তালিকায়৷
advertisement
4/8
প্রাথমিকভাবে এই অনুষ্ঠান নিয়ে খুব বেশি প্রচার না থাকলেও অভিনেত্রী শ্রেয়া পান্ডে নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে এই সেলিব্রেশনের ফটো শেয়ার করতেই তা ভাইরাল হয়ে যায়৷
প্রাথমিকভাবে এই অনুষ্ঠান নিয়ে খুব বেশি প্রচার না থাকলেও অভিনেত্রী শ্রেয়া পান্ডে নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে এই সেলিব্রেশনের ফটো শেয়ার করতেই তা ভাইরাল হয়ে যায়৷
advertisement
5/8
যিনি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের একজন ছিলেন। গঙ্গোপাধ্যায় পরিবারের সঙ্গে একাধিক ফটো দিয়েছেন তিনি৷
যিনি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের একজন ছিলেন। গঙ্গোপাধ্যায় পরিবারের সঙ্গে একাধিক ফটো দিয়েছেন তিনি৷
advertisement
6/8
স্নেহাশিসের পাশে ছিলেন স্ত্রী অর্পিতা। রং মিলিয়ে সাজে দু’জনকেই দেখা গিয়েছে। স্নেহাশিস পরেছিলেন অফ হোয়াইট পাঞ্জাবি ও পায়জামা, আর অর্পিতা পরেছিলেন অফ হোয়াইট শাড়ি৷ ফলে বিয়ের বর্ষপূর্তিতে ভালই রঙমিলন্তি হয়েছিলেন এই দম্পতি৷
স্নেহাশিসের পাশে ছিলেন স্ত্রী অর্পিতা। রং মিলিয়ে সাজে দু’জনকেই দেখা গিয়েছে। স্নেহাশিস পরেছিলেন অফ হোয়াইট পাঞ্জাবি ও পায়জামা, আর অর্পিতা পরেছিলেন অফ হোয়াইট শাড়ি৷ ফলে বিয়ের বর্ষপূর্তিতে ভালই রঙমিলন্তি হয়েছিলেন এই দম্পতি৷
advertisement
7/8
সৌরভ-ডোনাও ছিলেন একেবারে রঙে রঙ মিলিয়ে। ডোনার পরনে ছিল সোনালি পাড়ের কালো শাড়ি, সৌরভ পরেছিলেন কালো টি-শার্ট। এই ঘরোয়া অনুষ্ঠান ছিল এক নিখাদ পারিবারিক মুহূর্তের সাক্ষী—যেখানে কেক কাটেন সেলিব্রেশন হিসেবে৷
সৌরভ-ডোনাও ছিলেন একেবারে রঙে রঙ মিলিয়ে। ডোনার পরনে ছিল সোনালি পাড়ের কালো শাড়ি, সৌরভ পরেছিলেন কালো টি-শার্ট। এই ঘরোয়া অনুষ্ঠান ছিল এক নিখাদ পারিবারিক মুহূর্তের সাক্ষী—যেখানে কেক কাটেন সেলিব্রেশন হিসেবে৷
advertisement
8/8
স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে সিএবি প্রেসিডেন্ট এবং তাঁর স্ত্রী সফল উদ্যোগপতি৷ এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন বাংলা ক্রিকেটের একাধিক উজ্জ্বল মুখ৷
স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে সিএবি প্রেসিডেন্ট এবং তাঁর স্ত্রী সফল উদ্যোগপতি৷ এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন বাংলা ক্রিকেটের একাধিক উজ্জ্বল মুখ৷
advertisement
advertisement
advertisement