Shubman Gill's 5 Big Challenge: গিলের টেস্ট অধিনায়কত্ব কি কাঁটার মুকুট! শুভমান গিলের সামনে বড় পাঁচটি হার্ডল, বাঁচার জন্য কী করবেন নয়া অধিনায়ক
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Shubman Gill's 5 Big Challenge: শুভমান গিলের সামনে মেগা চ্যালেঞ্জ, ভারত বনাম ইংল্যান্ড সফরে কী করবেন লাল বলের নতুন অধিনায়ক
নয়াদিল্লি: ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য টিম ইন্ডিয়া ঘোষণা করা হয়েছে। প্রত্যাশা মতোই শুভমান গিলকেই টিম ইন্ডিয়ার নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। জসপ্রীত বুমরাহ এবং কেএল রাহুলের হাতে গোনা কয়েকজন সিনিয়র খেলোয়াড় দলে সুযোগ পেয়েছেন৷ তবে নতুন দায়িত্ব পাওয়া শুভমান গিলের কাছে এই অধিনায়কত্ব একসঙ্গে গোলাপের গুচ্ছ পাশাপাশি রয়েছে বেশ কয়েকটি কাঁটাও৷ যা ভাবাবে তরুণ অধিনায়ককে৷
advertisement
advertisement
লাল বলের ক্রিকেটে প্রথমবারের মতো অধিনায়কত্বভারতীয় দলের জার্সিতে অবশ্য এটা শুভমান গিলের প্রথমবার অধিনায়কত্ব নয়, সাদা বলের ক্রিকেটে দলের নেতৃত্ব দিয়েছেন শুভমান গিল। আইপিএলেও দায়িত্ব নিয়েছেন টি-টোয়েন্টিতে তিনি দায়িত্ব নিয়েছেন। কিন্তু লাল বলের ক্রিকেটে তার অধিনায়কত্বের অভিজ্ঞতা নেই। তিনি তাঁর কেরিয়ারে এখন পর্যন্ত কখনও টেস্টে টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব করেননি। এই অবস্থায় লাল বলের টেস্টে অধিনায়কত্ব করার সময় তিনি কোন পদ্ধতি অবলম্বন করবেন তা তাঁর জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে।
advertisement
দলের সবচেয়ে সিনিয়র ব্যাটসম্যানশুভমান গিল ভারতীয় দলের অধিনায়ক হওয়ার পাশাপাশি সিনিয়র ব্যাটসম্যানের দায়িত্ব পালন করবেন৷ কেএল রাহুলও সিনিয়র ব্যাটার। গিলকে অধিনায়কত্বের পাশাপাশি ব্যাটিংয়ের চাপও সামলাতে হবে। সিনিয়র হওয়ায়, তাঁর দায়িত্ব সবচেয়ে বেশি হবে। যদি এক প্রান্ত থেকে উইকেট পড়তে থাকে, তাহলে গিলের দায়িত্ব হবে ক্রিজে টিকে থাকা এবং দলের স্কোর এগিয়ে নিয়ে যাওয়া।
advertisement
দলের সবচেয়ে সিনিয়র ব্যাটসম্যানশুভমান গিল ভারতীয় দলের অধিনায়ক হওয়ার পাশাপাশি সিনিয়র ব্যাটসম্যানের দায়িত্ব পালন করবেন৷ কেএল রাহুলও সিনিয়র ব্যাটার। গিলকে অধিনায়কত্বের পাশাপাশি ব্যাটিংয়ের চাপও সামলাতে হবে। সিনিয়র হওয়ায়, তাঁর দায়িত্ব সবচেয়ে বেশি হবে। যদি এক প্রান্ত থেকে উইকেট পড়তে থাকে, তাহলে গিলের দায়িত্ব হবে ক্রিজে টিকে থাকা এবং দলের স্কোর এগিয়ে নিয়ে যাওয়া।
advertisement
ওপেনিং কে করবে?শুভমান গিলের বড় চ্যালেঞ্জ হবে ওপেনিং জুটি কী হবে তা ঠিক করা৷ পাশাপাশি মিডল অর্ডারেও চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। যদি তিনি কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়ালকে ওপেন করার জন্য বেছে নেন, তিনি নিজে তিন নম্বরে ব্যাট করতে আসতে পারেন। তাহলে এরপর তাঁকে ৪ নম্বরের জন্য সুদর্শন অথবা ঈশ্বরণকে খেলাতে হবে। কিন্তু যদি তিনি সুদর্শন অথবা ঈশ্বরণকে ওপেন করার জন্য বেছে নেন, তাহলে রাহুলকে চার নম্বরে খেলতে হবে। তাদের জন্য ব্যাটিং অর্ডার সেট করা একটু কঠিন হবে।
advertisement
বুমরাহের ওপর ওয়ার্কলোডজসপ্রীত বুমরাহের সম্পর্কে ওয়াকিবহাল মহলের ধারণা তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে ৫টি টেস্ট ম্যাচেই অংশ নেবেন না। তিনি ভারতের হয়ে ২টি বা সর্বাধিক ৩টি টেস্ট ম্যাচ খেলতে পারে। যদি বুমরাহ ভারতের হয়ে না খেলেন, তাহলে ফাস্ট বোলিংয়ের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব সিরাজের উপর পড়তে পারে। গিলকেও বুমরাহের না থাকাটা সামলাতে হবে। ওয়াকিবহাল মহলের ধারণা টিম ম্যানেজমেন্ট বুমরাহর ফিটনেসের কথা মাথায় রেখেই একাদশ নির্বাচন করবে।
advertisement
ইংল্যান্ডে রেকর্ড ভাল নয়ইংল্যান্ডে শুভমান গিলের রেকর্ড বিশেষ কিছু ছিল না। ৬ ইনিংসে তিনি এখন পর্যন্ত মাত্র ৮৮ রান করেছেন। তার গড় ১৪.৬৬। স্ট্রাইক রেট ৫৫.৬৯। অধিনায়কত্বের পাশাপাশি, তাঁকে তাঁর ব্যাটিং পারফরম্যান্সের দিকেও মনোযোগ দিতে হবে। এই সমস্ত বিষয়ের মধ্যে এটি তাদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং হতে চলেছে। এখন সকলের চোখ ২০ জুন থেকে শুরু হওয়া সিরিজের দিকে।