Shubhman Gill: ৩ লক্ষ টাকার ওয়াটার পিউরিফায়ার নিয়ে ইনদওর পৌঁছলেন গিল, কেন? সিরিজ ফয়সালার আগে জোর চর্চা

Last Updated:
মধ্যপ্রদেশের ইনদওরে ভারত-নিউজিল্যান্ডের একদিনের সিরিজের ফয়সালা হতে চলেছে৷
1/6
ভারত- নিউজিল্যান্ড একদিনের সিরিজের ফয়সালা হতে চলেছে ইনদওরে৷ আপাতত ১-১ অবস্থায় রয়েছে সিরিজ৷
ভারত- নিউজিল্যান্ড একদিনের সিরিজের ফয়সালা হতে চলেছে ইনদওরে৷ আপাতত ১-১ অবস্থায় রয়েছে সিরিজ৷
advertisement
2/6
ইতিমধ্যেই ইনদওর পৌঁছে গিয়েছে দুই দল৷ যদিও ইনদওর পৌঁছেই চর্চার কারণ হয়ে উঠেছেন ভারত অধিনায়ক শুভমন গিল৷
ইতিমধ্যেই ইনদওর পৌঁছে গিয়েছে দুই দল৷ যদিও ইনদওর পৌঁছেই চর্চার কারণ হয়ে উঠেছেন ভারত অধিনায়ক শুভমন গিল৷
advertisement
3/6
তবে ভারত-নিউজিল্যান্ড সিরিজের ফয়সালার মধ্যেও ইনদওরের পানীয় জল নিয়ে উদ্বেগ যাচ্ছে না৷ কারণ কয়েকদিন আগেই ইনদওরের দূষিত পানীয় জল খেয়ে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছিল৷
তবে ভারত-নিউজিল্যান্ড সিরিজের ফয়সালার মধ্যেও ইনদওরের পানীয় জল নিয়ে উদ্বেগ যাচ্ছে না৷ কারণ কয়েকদিন আগেই ইনদওরের দূষিত পানীয় জল খেয়ে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছিল৷
advertisement
4/6
এই পরিস্থিতিতে ভারত- নিউজিল্যান্ড ম্যাচের আগে সবার নজর কেড়ে নিয়েছেন ভারত অধিনায়ক শুভমন গিল৷ কারণ ইনদওরের দূষিত পানীয় জল নিয়ে উদ্বেগের কারণে ব্যক্তিগত একটি ওয়াটার পিউরিফায়ার নিয়ে ইনদওরে পৌঁছেছেন তিনি৷
এই পরিস্থিতিতে ভারত- নিউজিল্যান্ড ম্যাচের আগে সবার নজর কেড়ে নিয়েছেন ভারত অধিনায়ক শুভমন গিল৷ কারণ ইনদওরের দূষিত পানীয় জল নিয়ে উদ্বেগের কারণে ব্যক্তিগত একটি ওয়াটার পিউরিফায়ার নিয়ে ইনদওরে পৌঁছেছেন তিনি৷
advertisement
5/6
জানা যাচ্ছে, শুভমিন গিলের সঙ্গে থাকা এই অত্যাধুনিক ওয়াটার পিউরিফায়ারটির দাম ৩ লক্ষ টাকা৷ আরও প্রযুক্তিতে পরিশুদ্ধ জল, এমন কি বোতলে ভরা প্যাকেজড জলও আবার পরিশুদ্ধ করতে পারে অত্যাধুনিক এই ওয়াটার পিউরিফায়ার৷
জানা যাচ্ছে, শুভমিন গিলের সঙ্গে থাকা এই অত্যাধুনিক ওয়াটার পিউরিফায়ারটির দাম ৩ লক্ষ টাকা৷ আরও প্রযুক্তিতে পরিশুদ্ধ জল, এমন কি বোতলে ভরা প্যাকেজড জলও আবার পরিশুদ্ধ করতে পারে অত্যাধুনিক এই ওয়াটার পিউরিফায়ার৷
advertisement
6/6
এনডিটিভি এবং দৈনিক ভাস্কর-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ভারতীয় দল ইনদওরের যে পাঁচ তারা হোটেলে উঠেছে, সেখানে শুভমন গিলের ঘরেই এই ওয়াটার পিউরিফায়ারটি রাখা রয়েছে৷
এনডিটিভি এবং দৈনিক ভাস্কর-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ভারতীয় দল ইনদওরের যে পাঁচ তারা হোটেলে উঠেছে, সেখানে শুভমন গিলের ঘরেই এই ওয়াটার পিউরিফায়ারটি রাখা রয়েছে৷
advertisement
advertisement
advertisement