Shreyas Iyer: মাঠে ফিরেই চেনা ফর্মে শ্রেয়স আইয়ার, মারকাটারি ইনিংসে বুঝিয়ে দিলেন তৈরি তিনি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Shreyas Iyer: দীর্ঘদিন চোটের সঙ্গে লড়াই করার পর শ্রেয়াস আইয়ার আবারও প্রমাণ করলেন কেন তিনি ভারতীয় ক্রিকেটের অন্যতম ভরসাযোগ্য ব্যাটসম্যান।
দীর্ঘদিন চোটের সঙ্গে লড়াই করার পর শ্রেয়াস আইয়ার আবারও প্রমাণ করলেন কেন তিনি ভারতীয় ক্রিকেটের অন্যতম ভরসাযোগ্য ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ায় গিয়ে গুরুতর চোটের কারণে মাঠের বাইরে ছিলেন শ্রেয়স। কঠোর পরিশ্রম ও মানসিক দৃঢ়তার জোরে তিনি দুর্দান্তভাবে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন। তার এই প্রত্যাবর্তন ভারতীয় ক্রিকেট মহলে ইতিবাচক বার্তা দিচ্ছে।
advertisement
advertisement
advertisement
advertisement
এই ইনিংসে শ্রেয়স আইয়ারের ফিটনেস ও আত্মবিশ্বাস স্পষ্টভাবে ফুটে ওঠে। দ্রুতগতির বোলারদের বিরুদ্ধে তার সাবলীলতা এবং স্পিনারদের ওপর কর্তৃত্ব দেখিয়ে দেয় তিনি আবার পুরনো ছন্দে ফিরেছেন। শতরান না পেলেও, তার এই পারফরম্যান্স ভারতীয় টিম ম্যানেজমেন্টের জন্য বড় স্বস্তি এবং ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক ইঙ্গিত।








