Shane Warne Passes Away: পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য,মৃত্যুর ঠিক আগে ৪ মহিলা এসেছিলেন ম্যাসাজ করতে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Shane Warne Passes Away: কোহ সামুইয়ের সামুজানা (shane warne villa thailand) লাক্সারি ভিলায় দেখা যায় মহিলারা আসেন৷ তাঁরা শেন ওয়ার্ন ও তাঁর বন্ধুদের ট্রিটমেন্ট দিতে এসেছিলেন৷ স্থানীয় পুলিশের মতে ক্রিকেট তারকা মৃত্যুর ঠিক আগে দুই মহিলার থেকে ম্যাসাজ (four women masseuses ) নিয়েছিলেন৷
#ব্যাঙ্কক: শেন ওয়ার্নের (Shane Warne ) মৃত্যু তদন্তে এবার সামনে এল চাঞ্চল্যকর তথ্য৷ যে থাই রিসর্টে শেন ওয়ার্ন ‘বন্ধু’ দের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন, সেখানে শেন ওয়ার্নের মৃত্যুর (Shane Warne Passes Away) দু ঘণ্টা আগে চারজন মহিলা (four women masseuses ) এসেছিলেন ম্যাসাজ করতে৷ থাই রিসর্টে (Thai resort) শেন ওয়ার্ন ছুটি কাটাতে গিয়েছিলেন সেখানের সিসিটিভ (CCTV) ফুটেজে এই ছবি দেখা গেছে৷ Photo Courtesy- Collected
advertisement
advertisement
advertisement
advertisement
