সাকিবের বিশ্বকাপ শেষ! ক্রিকেটে এখন তিনি বদনাম, টাইম আউট করেই 'শাস্তি'!

Last Updated:
Shakib Al Hasan: বিশ্বকাপ থেকে আউট বাংলাদেশের ক্যাপ্টেন। টাইম আউট করার পরের দিনই বড় কাণ্ড।
1/7
ক্রিকেটে এখন তিনি বদনাম। এমন একখানা কাণ্ড ঘটিয়েছেন, ক্রিকেট বিশ্ব বলছে, তিনি সেটা না করলেই পারতেন। এতদিন কেউ যা করেননি, সেটাই করেন বাংলাদেশের ক্যাপ্টেন।
ক্রিকেটে এখন তিনি বদনাম। এমন একখানা কাণ্ড ঘটিয়েছেন, ক্রিকেট বিশ্ব বলছে, তিনি সেটা না করলেই পারতেন। এতদিন কেউ যা করেননি, সেটাই করেন বাংলাদেশের ক্যাপ্টেন।
advertisement
2/7
ক্রিকেটে প্রথম টাইম আউট। শাকিব আপিল করেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজের টাইম আউটের। তার পর থেকেই গোটা ক্রিকেট বিশ্ব যেন তাঁকে ভিলেন মনে করছে!
ক্রিকেটে প্রথম টাইম আউট। শাকিব আপিল করেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজের টাইম আউটের। তার পর থেকেই গোটা ক্রিকেট বিশ্ব যেন তাঁকে ভিলেন মনে করছে!
advertisement
3/7
শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬৫ বলে ৮২ রানের দুরন্ত ইনিংস খেলেন শাকিব। তবে সেই ইনিংস খেলার সময়ই তাঁর আঙুলে চোট লাগে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬৫ বলে ৮২ রানের দুরন্ত ইনিংস খেলেন শাকিব। তবে সেই ইনিংস খেলার সময়ই তাঁর আঙুলে চোট লাগে।
advertisement
4/7
এক্স-রেতে সাকিবের আঙুলে চিড় ধরা পড়েছে। ফলে ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ আর খেলা হবে না তাঁর।
এক্স-রেতে সাকিবের আঙুলে চিড় ধরা পড়েছে। ফলে ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ আর খেলা হবে না তাঁর।
advertisement
5/7
ম্যাথিউজকে টাইম আউট করে শাকিব এখন আলোচনার কেন্দ্রে। এরই মধ্যে ম্যাথিউজ দাবি করেছেন, তিনি ৫ সেকেন্ড বাকি থাকতেই মাঠে পৌঁছেছিলেন।
ম্যাথিউজকে টাইম আউট করে শাকিব এখন আলোচনার কেন্দ্রে। এরই মধ্যে ম্যাথিউজ দাবি করেছেন, তিনি ৫ সেকেন্ড বাকি থাকতেই মাঠে পৌঁছেছিলেন।
advertisement
6/7
শাকিব অবশ্য বলেছেন, তিনি যা করেছেন নিয়ম মেনেই করেছেন। ক্রিকেটে যখন নিয়মটা রয়েছে তখন তিনি সেটার ফায়দা নেবেন না কেন!
শাকিব অবশ্য বলেছেন, তিনি যা করেছেন নিয়ম মেনেই করেছেন। ক্রিকেটে যখন নিয়মটা রয়েছে তখন তিনি সেটার ফায়দা নেবেন না কেন!
advertisement
7/7
শাকিবের এই দাবি অবশ্য মানছেন না অনেকেই। বাংলাদেশের অনেক প্রাক্তন ক্রিকেটারও বলছেন, আগে যখন কেউ এমনটা করেননি তখন শাকিবও আপিলটা না করলেই পারতেন।
শাকিবের এই দাবি অবশ্য মানছেন না অনেকেই। বাংলাদেশের অনেক প্রাক্তন ক্রিকেটারও বলছেন, আগে যখন কেউ এমনটা করেননি তখন শাকিবও আপিলটা না করলেই পারতেন।
advertisement
advertisement
advertisement