'ক্রিকেটাররা নগ্ন ছবি পাঠাত, যৌন সম্পর্কের প্রস্তাব দিত', বিস্ফোরক বাঙ্গার তনয়া, কাদের বিরুদ্ধে অভিযোগ?

Last Updated:
Sanjay Bangar transgender child Anya made major allegation: প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের সন্তান লিঙ্গ পরিবর্তন করে পুরুষ থেকে মহিলা হয়েছে অনয়া। সম্প্রতি সেই কথা জানিয়েছিলেন বাঙ্গার তনয়া। এবার বিস্ফোরক অভিযোগ করলেন অনয়া।
1/5
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের সন্তান লিঙ্গ পরিবর্তন করে পুরুষ থেকে মহিলা হয়েছে অনয়া। সম্প্রতি সেই কথা জানিয়েছিলেন বাঙ্গার তনয়া। এবার বিস্ফোরক অভিযোগ করলেন অনয়া।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের সন্তান লিঙ্গ পরিবর্তন করে পুরুষ থেকে মহিলা হয়েছে অনয়া। সম্প্রতি সেই কথা জানিয়েছিলেন বাঙ্গার তনয়া। এবার বিস্ফোরক অভিযোগ করলেন অনয়া।
advertisement
2/5
'দ্য লালনটপ’ ওয়েব সাইটকে দেওয়া সাক্ষাৎকারে অনায় জানিয়েছিলেন লিঙ্গ পরিবর্তনের পর কী কী অস্বস্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন তিনি। এমনকী ক্রিকেটাররা তাকে কীভাবে হেনস্থা করেছে সেই কথাও জানিয়েছেন তিনি।
'দ্য লালনটপ’ ওয়েব সাইটকে দেওয়া সাক্ষাৎকারে অনায় জানিয়েছিলেন লিঙ্গ পরিবর্তনের পর কী কী অস্বস্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন তিনি। এমনকী ক্রিকেটাররা তাকে কীভাবে হেনস্থা করেছে সেই কথাও জানিয়েছেন তিনি।
advertisement
3/5
ওই সাক্ষাৎকারে অনয়া বলেছেন, লিঙ্গ পরিবর্তনের পর আমি যেমন অনেকের সাহায্য পেয়েছি, তেমনও ভয়ঙ্কর অভিজ্ঞতারও স্বীকার হয়েছি। কিছু ক্রিকেটার আমাকে নিজেদের নগ্ন ছবি পাঠিয়েছে। সকলের সামনে গালি দিয়েছেন ।"
ওই সাক্ষাৎকারে অনয়া বলেছেন, লিঙ্গ পরিবর্তনের পর আমি যেমন অনেকের সাহায্য পেয়েছি, তেমনও ভয়ঙ্কর অভিজ্ঞতারও স্বীকার হয়েছি। কিছু ক্রিকেটার আমাকে নিজেদের নগ্ন ছবি পাঠিয়েছে। সকলের সামনে গালি দিয়েছেন ।"
advertisement
4/5
এরপরই বিস্ফোরক অভিযোগ করে অনয়া বলেন, “ভারতে গিয়েছিলাম কিছু দিন আগে। এক প্রাক্তন ক্রিকেটারকে আমার নিজের কথা বলেছিলাম। তিনি আমাকে বলেছিলেন, গাড়ির মধ্যে চলো, তোমার সঙ্গে শুতে চাই।”
এরপরই বিস্ফোরক অভিযোগ করে অনয়া বলেন, “ভারতে গিয়েছিলাম কিছু দিন আগে। এক প্রাক্তন ক্রিকেটারকে আমার নিজের কথা বলেছিলাম। তিনি আমাকে বলেছিলেন, গাড়ির মধ্যে চলো, তোমার সঙ্গে শুতে চাই।”
advertisement
5/5
এমন পরিস্থিতির শিকার হয়ে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন তনয়া। তবে কোন ক্রিকেটাররা তাকে এমন কু-প্রস্তাব দিয়েছিল বা অুপমান করেছিল, তাদের নাম জানাননি অনয়া। এছাড়া সাক্ষাৎকারে লিঙ্গ পরিবর্তনের সময় নিজের জীবন সংগ্রামের কথাও জানিয়েছেন বাঙ্গার তনয়া।
এমন পরিস্থিতির শিকার হয়ে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন তনয়া। তবে কোন ক্রিকেটাররা তাকে এমন কু-প্রস্তাব দিয়েছিল বা অুপমান করেছিল, তাদের নাম জানাননি অনয়া। এছাড়া সাক্ষাৎকারে লিঙ্গ পরিবর্তনের সময় নিজের জীবন সংগ্রামের কথাও জানিয়েছেন বাঙ্গার তনয়া।
advertisement
advertisement
advertisement